ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ তুলে যশোরের মনিরামপুরে সড়ক অবরোধ ও ঘেরাও করেছে হাজারো জনতা। গতকাল সোমবার দুপুরে পৌর ভবনের সামনে এ বিক্ষোভ হয়। এ সময় বক্তারা অনিয়মের জন্য পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও নিশাত তামান্নাকে দায়ী করে দ্রুত সময়ের মধ্যে তাঁকে প্রত্যাহারের দাবি তোলেন। পরবর্তী সময়ে যৌথ বাহিনীর সদস্যরা বিক্ষোভ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সোমবার কোনো পণ্য বিক্রি করতে পারেনি টিসিবি। এ নিয়ে সুবিধাভোগীদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। 
পৌরসভা সূত্র জানায়, মনিরামপুর পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রির জন্য তিনজন ডিলারকে ২ হাজার ৭৭২টি কার্ড বরাদ্দ করা হয়। সোমবার সকাল থেকে নির্দিষ্ট জায়গায় প্রতি কার্ডের বিপরীতে ৫৪০ টাকার বিনিময়ে পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, দুই লিটার তেল ও দুই কেজি ডাল বিক্রির কথা ছিল। ভোর থেকেই নির্ধারিত জায়গাগুলোতে পণ্য নেওয়ার জন্য বাড়তি মানুষের ভিড় হয়। যে কারণে দায়িত্বশীল ব্যক্তিরা পণ্যসামগ্রী বিক্রি বন্ধ করে দেন। এ সময় মানুষের মাঝে চরম অসন্তোষ দেখা দেয়।  
পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মফিজুর রহমানসহ কয়েকজন জানিয়েছেন, ইতোপূর্বে এখানে কার্ড বরাদ্দ হয়েছিল ৩ হাজার ৩০০টি। এবার বিতরণ করা হয়েছে ১ হাজার ৮২২টি কার্ড। এ কারণে কার্ড না পাওয়া মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। হাজারো নারী-পুরুষ সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভা ভবন ঘেরাও করেন। পরে তারা যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেন। তারা এ ঘটনার জন্য দোষারোপ করেন পৌর প্রশাসক ও ইউএনও নিশাত তামান্নাকে। তাঁর প্রত্যাহারের দাবি জানানো হয় বিক্ষোভে।
সমাবেশে দেওয়া বক্তব্যে বিএনপি নেতা মফিজুর রহমান ইউএনওকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। সেখানে আরও বক্তব্য দেন পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিনসহ অন্যরা। সড়ক অবরোধের কারণে দু’পাশে যানজট 
দেখা দেয়। পরে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, থানার ওসি নূর মোহাম্মদ গাজী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
ইউএনও নিশাত তামান্না এ বিষয়ে বলেন, ২ হাজার ৬৭৬টি টিসিবির কার্ড পাওয়া গেছে। এটি বিতরণ করা হয়েছে ১ হাজার ৮২২ জনের মধ্যে। অবশিষ্ট কার্ড বিতরণ না করায় ভুক্তভোগীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। শিগগিরই যাচাই-বাছাই শেষে বিষয়টি সুরাহার আশ্বাস দেন তিনি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স মব র র জন য অবর ধ প রসভ ব তরণ

এছাড়াও পড়ুন:

প্রায় তিন মাস পর মিয়ানমারের ভেতরে বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

প্রায় তিন মাস পর কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে কেঁপে উঠেছে সীমান্তবর্তী বাড়িঘরসহ নানা স্থাপনা। এ ঘটনায় টেকনাফ উপজেলা সদরসহ আশপাশের সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের ভেতরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

ইউএনও বলেন, বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠার ঘটনার পরপর বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সীমান্তের টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

টেকনাফ সদরের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এনামুল হক বলেন, প্রায় তিন মাস বিরতির পর সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে আবারও বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের প্রথম শব্দটি শোনার পর ৫ থেকে ১০ মিনিট পর আরেকটি শব্দ শোনা গেছে।

টেকনাফ সদরের চকবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। তবে পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। বাড়ির জানালা ও দেয়াল ফেটে গেছে।

গত বছরের ৬ ডিসেম্বর সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এর দুই দিন পর ৮ ডিসেম্বর দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপসহ সীমান্তের অধিকাংশ এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আন্তর্জাতিক গণমাধ্যমে বিবৃতি দিয়েছিল। এর পর থেকে আর কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।

এ বিষয়ে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • আওয়ামী লীগ নেতাকে নিয়ে পুরস্কার বিতরণে ক্ষোভ
  • আ’লীগ নেতাকে নিয়ে ডিসির পুরস্কার বিতরণ, ক্ষোভ
  • ঢাকা–সিলেট মহাসড়ক যানজটমুক্ত রাখতে সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
  • চাঁদা দাবি করে বৈষম্যবিরোধীদের নেতা বললেন, ‘ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে’
  • নিম্নমানের ইট অপসারণ
  • প্রায় তিন মাস পর মিয়ানমারের ভেতরে বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত