দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় উদ্যান সিংড়া শালবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ একরের বেশি বেতবাগান পুড়ে গেছে।  গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে ভোগনগর ইউনিয়নে সিংড়া শালবনের উত্তর প্রান্তে বেতবাগানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 
দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার জানান, অগ্নিকাণ্ডে ১৭ একর জমির বেতবাগান পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে– বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
দিনাজপুর সামাজিক বন বিভাগ সূত্র জানায়, ৮৫৯ দশমিক ৯৩ একর জমির ওপর সিংড়া শালবন। ২০১০ সালে বন বিভাগ এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। শালগাছ ছাড়াও এই বনে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজিরি, সেগুন, গামারি, আকাশমণি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরীতকী, বয়রা, আমলকী, বেতসহ বিভিন্ন ধরনের উদ্ভিদ, লতাগুল্ম, ভেষজ ও ফুলের গাছ।
বন বিভাগের সংশ্লিষ্ট বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। স্থানীয়ভাবেও আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় কোনো গাছ পুড়ে না গেলেও বেত বাগানের বড় একটি অংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বনের প্রবেশ পথের বাঁশবাগান থেকে আগুনের উৎপত্তি। 
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। বনে শুকনো পাতার কারণে আগুন লাগতে পারে। বাতাসের গতিবেগের কারণে তা ছড়িয়ে পড়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন বন ব ভ গ

এছাড়াও পড়ুন:

জার্মানিতে ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২, আহত ২৫  

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে জনতার ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। 

ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনাটি ‘দুর্ঘটনা’ নাকি ‘হামলা’, তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর- বিবিসি 

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শহরের কেন্দ্রে অবস্থিত প্যারেডপ্ল্যাটজ স্কয়ার থেকে ওয়াটার টাওয়ারের দিকে যেতে থাকা লোকজনের ওপর কালো রঙের একটি প্রাইভেটকার দ্রুতগতিতে আঘাত হানে।

চালক ইচ্ছাকৃত গাড়ি চালিয়ে দিয়েছেন, নাকি জার্মানির কার্নিভাল উদযাপনের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক আছে, তা স্পষ্ট নয়। ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির ম্যাগডেবুর্গে ও গত মাসে মিউনিখে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার প্রাণঘাতী ঘটনা ঘটে। 

সম্পর্কিত নিবন্ধ