অবৈধ অভিবাসনের অপরাধে বাংলাদেশিসহ কয়েকজনকে গুয়ানতানামো বেতে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে বন্দিশিবিরে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে  
বাংলাদেশি নাগরিক ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তান ও ভেনেজুয়েলার ১০ অবৈধ অভিবাসী রয়েছেন। অবৈধ অভিবাসী হিসেবে তারা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য থেকে গ্রেপ্তার হয়েছেন। তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 

যদিও তাদের মধ্যে কেউ কোনো সন্ত্রাসী বা বড় ধরনের অপরাধী নন। তবুও তাদের মধ্যে কয়েকজনকে বিদেশি অপরাধীদের আটক রাখার জন্য কুখ্যাত এই বন্দিশিবিরে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। খবর-রয়টার্স

তবে দেশটির এই পরিকল্পনার বিরুদ্ধে শনিবার আদালতের দ্বারস্থ হয়েছে নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ)। ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে প্রতিকার চেয়ে এক আবেদনে সংগঠনটি বলেছে, সেখানে অবস্থান করা অভিবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এই বন্দিদেরও সেখানে রাখা হলে তা যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন লঙ্ঘন করা হবে।

দ্বিতীয় মেয়েদে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসেই গুয়ানতানামো বেতে মার্কিন নৌঘাঁটির বন্দিশিবিরে অবৈধ অভিবাসীদের পাঠানো শুরু করেন। 

দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন আবেদনে উল্লেখ করেছে, গুয়ানতানামো বের  বন্দিশিবিরগুলোর কক্ষ জানালাবিহীন। সেখানে অভিবাসীদের প্রতিদিন অন্তত ২৩ ঘণ্টা করে আটকে রাখার অভিযোগ রয়েছে। তাদের বিবস্ত্র করে তল্লাশি করা হয়। পরিবারের সঙ্গে যোগাযোগও করতে দেওয়া হয় না। সেখানকার নিরাপত্তা রক্ষীরা আটক ব্যক্তিদের ওপর আক্রমণও করে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বন দ শ ব র

এছাড়াও পড়ুন:

ইস্তাম্বুলে একের পর এক ভূমিকম্প

তুরস্কের রাজধানী ইস্তান্বুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কম্পন ৬ দশমিক ২ মাত্রার। দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি এই খবর নিশ্চিত করেছে। খবর আনাদুলু এজেন্সির

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার  ১২টা ১৩ মিনিটে অনুভূত হয় সিলিভরি জেলায়। এটি ছিল ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। এরপর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ১২টা ৪৯মিনিটে। এটি ছিল ৬ দশমিক ২ মাত্রার। আর তৃতীয়টি ছিল ৪ দশমিক ৪ মাত্রার। এটি ১২টা ৫১মিনিটে অনুভূত হয়েছে ইস্তান্বুলের বুয়ুকসেকমেসে এলাকায়। 

এএফএডি আরও জানায়, ইস্তান্বুলের পশ্চিমাঞ্চলে বুয়ুকসেকমেসে এলাকায় পরে আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

শহরের ভবনগুলো এ সময় ঝাঁকুনিতে কেঁপে উঠলে লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে লোকজনকে প্রবেশ না করার অনুরোধ করেছে। 

এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া।

ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত ধ্বংসের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো খোঁজখবর নিচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ইস্তাম্বুলে একের পর এক ভূমিকম্প
  • মন রাঙাচ্ছে সোনালু ফুলের ‘তোরণ’