বগুড়া শহরের মালতিনগর এলাকায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে পারভেজ আলম নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে মালতীনগর আর্ট কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। পারভেজ আলম মালতীনগর খন্দকারপাড়া এলাকার জহুরুল আলমের ছেলে।

স্থানীয় একটি দোকানে কাজ করতেন পারভেজ আলম। কাজ শেষে বাসায় ফেরার সময় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। আশপাশের লোকজন পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) একেএম মঈন উদ্দিন বলেন, পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে বলে জেনেছি। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কানের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশি সিনেমা

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘আলী’। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান কর্তৃপক্ষ। এ বিভাগে ‘আলী’ ছাড়াও বিভিন্ন দেশের আরো ৯টি সিনেমা জায়গা পেয়েছে।

আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ সিনেমা প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। ১৫ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

২০২৪ সালের নভেম্বরে সিলেটে ‘আলী’ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে। আপাতত বেশি তথ্য না দিয়ে সিনেমাটির গল্প নিয়ে সামান্য ধারণা দিয়েছেন নির্মাতা। আদনান আল রাজীব বলেন, “ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।”

আরো পড়ুন:

সেই ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক

ফেরার ইঙ্গিত দিলেন শুভ

‘আলী’ সিনেমার মূল প্রোডাকশন কোম্পানি ‘ক্যাটালগ’। এটি মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণপ্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ।

এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’ নির্মিত হয়েছিল। যার সহপ্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব ও তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়; লড়বে পাম দ’রের জন্য।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ