খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দুদুকছড়া হাতিমারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের বিবদমান দুই পক্ষ– পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় রূপসী চাকমা (৪৮) নামের এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ সোমবার সকালে এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম হাতিমারা এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও পিসিজেএসএসের মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। এ সময় হাতিমারায় ঘরে অবস্থান করার সময় অতর্কিতে একটি গুলি রূপসী চাকমার পিঠে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরই মারা যান। নিহত রূপসী চাকমা হেমন্ত চাকমার সহধর্মিণী।

এ দুই পক্ষের মধ্য গোলাগুলি চলাকালে উভয় গ্রুপের কোনো সদস্য হতাহত হয়েছে কিনা, তা এলাকাটি দুর্গম হওয়ায় জানা যায়নি।

পানছড়ি থানার ওসি মো.

জসিম উদ্দিন জানান, পাহাড়ের আঞ্চলিক দুটি সংগঠন প্রসিতপন্থি ইউপিডিএফ ও সন্তু লারমা গ্রুপ পিসিজেএসএসের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। এ দুই গ্রুপের কেউ হতাহত হয়েছেন কিনা, জানা নেই। স্থানীয় এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশের পৌঁছানো সম্ভব হয়নি।

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র গম

এছাড়াও পড়ুন:

দুই আঞ্চলিক সংগঠনের বন্দুকযুদ্ধ, ঘরের ভেতরে মাথায় গুলিবিদ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছেন। নিহত নারীর নাম রূপসী চাকমা। দুর্গম এলাকায় হওয়া পুলিশ এখনো তাঁর লাশ উদ্ধার করতে পারেনি।

আজ সোমবার সকালে পানছড়ি উপজেলার দুদকছড়ার হাতিমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পার্বত্য চট্টগ্রামের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধ চলার সময় নিজের ঘরে কাজ করছিলেন রূপসী চাকমা। হঠাৎ একটি বুলেট ছিটকে এসে তাঁর মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রূপসী চাকমা ওই গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, সকাল থেকে দুই পক্ষের গোলাগুলি চলছিল। এ সময় ওই গৃহবধূ বাড়িতে কাজ করছিলেন। ছিটকে আসা বুলেট লেগে তাঁর মৃত্যু হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, পানছড়ির দুর্গম এলাকা উত্তর দুদুকছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি।

এ ঘটনায় ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, জেএসএসের লোকজন এসে এলোপাতাড়ি গুলি করেন। এ সময় তাঁদের গুলিতে এলাকার সাধারণ এক গৃহবধূ মারা যান। তবে এ ঘটনায় জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • খাগড়াছড়িতে পাহাড়ে দু’পক্ষে গোলাগুলি, গৃহবধূ নিহত
  • দুই আঞ্চলিক সংগঠনের বন্দুকযুদ্ধ, ঘরের ভেতরে মাথায় গুলিবিদ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু