চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচটি নতুন এবং সতেজ উইকেটে হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। 

ভারত তাদের ম্যাচগুলো দুবাইতে খেলছে। এরই মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার দল বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে। প্রতিটি ম্যাচই হয়েছে ভিন্ন ভিন্ন উইকেটে। কোন উইকেট দু’বার ব্যবহার করা হয়নি। 

ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচও হবে নতুন করে প্রস্তুত করা একটি উইকেটে। দুবাই স্টেডিয়ামের কিউরেটর অস্ট্রেলিয়ান। তার নাম ম্যাথু স্যানডেরি। তিনি প্রস্তুত করেছেন এই উইকেট। সেমিফাইনালের জন্য তার প্রস্তুত করা উইকেট ম্যাচের আগের দিন রোহিত শর্মা দেখেননি। 

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে বলা হচ্ছে ভারত একই ভেন্যুতে খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে। দক্ষিণ আফ্রিকার রেসি ফন ডার ডুসেন, অস্ট্রেলিয়ার রিকি পন্টিংরা এই অভিযোগ এনেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হোম ভেন্যুর বলা হচ্ছে দুবাইকে। 

তবে রোহিত শর্মা তেমনটা মনে করেন না। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘এটা দুবাই, এটা আমাদের ঘরের মাঠ নয়। সুতরাং এখানে আমরা অনেক বেশি ম্যাচ খেলিনি। এটা আমাদের জন্যও নতুন।’

রোহিত শর্মাদের সোমবার ঐচ্ছিক অনুশীলন ছিল। যে কারণে উইকেট দেখার সুযোগ পাননি তারা। তবে আরও একদিন আগে দুবাইতে চলে আসা অস্ট্রেলিয়া ক্রিকেট দল সোমবার দুবাইতে অনুশীলন করেছেন। অজি অধিনায়ক স্টিভ স্মিথ উইকেটও দেখেছেন। তার মনে হয়েছে, শুষ্ক উইকেটই হবে সেমিফাইনালে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ম ফ ইন ল উইক ট

এছাড়াও পড়ুন:

ইফতারের দোয়া

রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।

নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)

ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)

ইফতারের দোয়া বাংলা

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।

রোজার নিয়ত

সম্পর্কিত নিবন্ধ