আবরার ফাহাদের স্বাধীনতা পদকের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ: উপদেষ্টা ফারুকী
Published: 3rd, March 2025 GMT
বুয়েটের ছাত্র আবরার ফাহাদের মরণোত্তর স্বাধীনতা পদকের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আবরার ফাহাদের নাম সামনে আসায় সর্বস্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি একটা নির্দিষ্ট দলের লোকদের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি, “আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কী বিবেচনায় দেওয়া হবে?” কী বিবেচনায় দেওয়া উচিত, সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই, কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত। তাহলেই কেন দেওয়া উচিতের উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা, আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত, মুক্তিযুদ্ধ! মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা। স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড (অগ্রদূত) আবরার ফাহাদ।’
এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে মন্তব্য করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, ‘এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটা যেকোনোভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাইবোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাঁদের সবার জন্য উত্তর—একটু অপেক্ষা করেন, পুরো তালিকাই জানতে পারবেন। অসাধারণ সব নাম দেখতে পাবেন।’
ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, ‘আবরার ফাহাদ একটা সিম্বল (প্রতীক), যার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন, তাহলে বলব জুলাইতে ফিরে যান। গিয়ে তরুণবক্ষে কান পাতেন। যার নিশ্বাস শুনবেন, তার নামই আবরার ফাহাদ।’
এর আগে আজ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে আবরার ফাহাদ
মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন বলে জানান।
আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।
আরও পড়ুনমরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ৯ ঘণ্টা আগেআসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পোস্টে বলা হয়, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তাঁর আত্মত্যাগের স্বীকৃতি। তাঁর আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’
আরও পড়ুনএবার কোন যোগ্যতায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে, জানালেন শিক্ষা ও আইন উপদেষ্টা০২ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবর র ফ হ দ র সরয় র ফ র ক উপদ ষ ট পদক র
এছাড়াও পড়ুন:
ফাইনালের আগে রিয়ালের শঙ্কা সাম্প্রতিক ফর্ম
যে কোন পর্যায়ের ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ মানেই উত্তাপ, মহারণ বা ক্লাসিক ধ্রুপদি। ম্যাচের আগেই মাঠের বাইরে শুরু হয়ে যায় এই রোমাঞ্চকর লড়াইয়ের উত্তেজনা। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। তবে এবারের উত্তাপ যেন স্মরণকালের সবচেয়ে বেশি। যার মূলে এই ম্যাচ পরিচালনাকারী রেফারি!
এই মৌসুমে দুই দল তৃতীয়বারের মতো একে ওপরের মুখোমুখি হতে যাচ্ছে। যেখানে রিয়াল মাদ্রিদ আগের দুই ম্যাচেই লজ্জাজনকভাবে হেরেছে। লা লিগায় ঘরের মাঠে ৪-০ গোলে এবং সৌদি আরবে সুপারকোপার ফাইনালে ৫-২ ব্যবধানে পরাজিত হয় লস ব্ল্যাঙ্কসরা। দুই দল আরও একবার মুখোমুখি হবে দুই সপ্তাহের মধ্যে, সম্ভাব্য লা লিগা শিরোপা নির্ধারক ম্যাচে।
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ৫-১ এগ্রিগেটে হেরেছে। তবে তারা লা লিগায় শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে এসব জয় এসেছে কঠিন পরিশ্রমের মাধ্যমে। সবগুলো ম্যাচেই মাত্র এক গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা। যদিও দুটি ম্যাচে আথলেটিক বিলবাও ও গেটাফের বিপক্ষে রিয়ালের কিছুটা উন্নতি চোখে পড়েছে।
আরো পড়ুন:
‘এল ক্লাসিকো’র আগে রিয়ালের মুখোমুখি রেফারি
এমবাপ্পের লাল কার্ড, এক ম্যাচের জন্য নিষিদ্ধ
বার্সেলোনা তাদের স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিকে চোটের কারণে হারালেও, হানসি ফ্লিকের দলে খুব একটা প্রভাব পড়েনি। ২০২৫ সালে তারা কেবল ডর্টমুন্ডের বিপক্ষে হেরেছে। যদিও তারা দুই লেগ মিলিয়ে সেই দ্বৈরথ জিতেছে। তাদের শেষ তিনটি জয়ও রিয়াল মাদ্রিদের মতোই। সবগুলোতেই মাত্র এক গোলের ব্যবধান। সেল্টা ভিগোর বিপক্ষে ৪-৩ ব্যবধানে এবং লেগানেস ও মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে।
রিয়াল তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না ফাইনালে। এদের মধ্যে এদের মিলিশাও এবং দানি কারভাহাল পুরো মৌসুম ধরেই চোটের কারণে স্কোয়াডের বাইরে। সম্প্রতি এদুয়ার্দো কামাভিঙ্গাও চোট পেয়েছেন। এই ফরাসি মিডফিল্ডারও ২০২৫-২৬ মৌসুমের আগে মাঠে ফিরতে পারবেন না। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, ফেরলান মঁদি, ডভিড আলাবা এবং কিলিয়ান এমবাপ্পে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
গত কয়েক সপ্তাহে বার্সাতেও বেশ কিছু চোট সমস্যা আছে। মার্ক বার্নাল পুরো মৌসুমেই মাঠের বাইরে। অন্যদিকে মার্ক কাসাদোও সম্প্রতি মৌসুম শেষ করে দেওয়া চোটে আক্রান্ত হয়েছেন। লেভানডোভস্কি ও আলেহান্দ্রো বালদেও এই ম্যাচে খেলবেন না। তবে মার্ক আন্দ্রে টের স্টেগেন দীর্ঘদিনের এসিএলের চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন।
রিয়াল মাদ্রিদ পুরো মৌসুমজুড়েই সংগ্রাম করেছে, বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে। তবে, লস ব্ল্যাঙ্কসরা সাধারণত ফাইনাল ম্যাচে ভালো পারফর্ম করে। যদিও তারা শেষ ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছিল।
ঢাকা/নাভিদ