দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় উদ্যান সিংড়া শালবনে আগুন লেগেছে। সেই আগুনে ৭ হেক্টর জমির ছোট-বড় গাছ পুড়ে গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে উদ্যানের উত্তরপ্রান্তে বেত বাগান অংশে আগুন লাগে। আগুনে ৭ হেক্টর জমির বেত বাগান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট বীট কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, দুপুরে বনে টহলরত বন বিভাগের লোক বেত বাগানে আগুন দেখতে পান। পরে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসে অবহিত করা হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

তিনি জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে, এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তবে বড় কোনো গাছ পুড়ে যায়নি।

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, খবর পেয়ে দুটি গাড়ি নিয়ে তিনি ঘটনাস্থলে যান। বনের উত্তরপ্রান্তে বেত বাগানে আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। বড় গাছের তেমন ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে।

এখনো পুড়ে যাওয়া গাছের সংখ্যা বা ক্ষতির পরিমাণ হিসাব করতে পারেননি বলে জানান তিনি।
 

ঢাকা/মোসলেম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির: সারজিস 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। যদিও এটি দলের জন্য বড় চ্যালেঞ্জ, তারপরও দ্রুততম সময়ের মধ্যে সব জেলা ও উপজেলায় কমিটি চূড়ান্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরাই এতে অগ্রাধিকার পাবেন। 

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে সাংগঠনিক সফরে রংপুরে এসে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের সাহসের পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রয়োজন। তাই, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে জনগণের অধিকার আদায়ে এগিয়ে যাবে এনসিপি।

সারজিস আলম বলেন, এক যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। 

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম জানিয়েছেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কাজ করবে তার দল। 

ঢাকা/আমিরুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ