দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় উদ্যান সিংড়া শালবনে আগুন লেগেছে। সেই আগুনে ৭ হেক্টর জমির ছোট-বড় গাছ পুড়ে গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে উদ্যানের উত্তরপ্রান্তে বেত বাগান অংশে আগুন লাগে। আগুনে ৭ হেক্টর জমির বেত বাগান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট বীট কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, দুপুরে বনে টহলরত বন বিভাগের লোক বেত বাগানে আগুন দেখতে পান। পরে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসে অবহিত করা হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

তিনি জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে, এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তবে বড় কোনো গাছ পুড়ে যায়নি।

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, খবর পেয়ে দুটি গাড়ি নিয়ে তিনি ঘটনাস্থলে যান। বনের উত্তরপ্রান্তে বেত বাগানে আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। বড় গাছের তেমন ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে।

এখনো পুড়ে যাওয়া গাছের সংখ্যা বা ক্ষতির পরিমাণ হিসাব করতে পারেননি বলে জানান তিনি।
 

ঢাকা/মোসলেম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইফতারের দোয়া

রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।

নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)

ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)

ইফতারের দোয়া বাংলা

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।

রোজার নিয়ত

সম্পর্কিত নিবন্ধ