‘সুড়ঙ্গ’, ‘সুড়ঙ্গ’র পর ‘পরাণ’, ‘পরাণ’–এর পর ‘তুফান’; পরপর রায়হান রাফীর তিনটি সিনেমাই আলোচিত, প্রশংসিত। ‘তুফান’ মুক্তির পর রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। সিনেমা হলে এত হুল্লোড় বহুদিন দেখা যায়নি। মধুমিতা হলে টিকিটের জন্য ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল। বড় পর্দার মতো ছোট পর্দা ও ওটিটিতেও নিজের মুনশিয়ানা দেখিয়ে চলেছেন এই নির্মাতা। তাঁর বেশির ভাগ নির্মাণই আলোচিত, প্রশংসিত।
তবে রাফীর এই সাফল্যের জার্নিটা ‘এলাম, দেখলাম, জয় করলাম’ টাইপ নয়। পরিশ্রম আর স্বপ্ন নিয়ে তিলে তিলে তৈরি হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নির্মাতা হবেন, সিনেমা বানাবেন। তখন ক্লাস নাইনে পড়েন। শর্টফিল্ম বানাতে মন মরিয়া। যে করেই হোক শর্ট ফিল্ম একটা বানাতেই হবে। কিন্তু টাকা কোথায়? টাকার জন্য কান্না জুড়ে দিলেন। অগত্যা রাজি হলেন মা। ছেলেকে সঙ্গে করে বাজারে গেলেন। নিজের সোনার চেইন বিক্রি করে ১২ হাজার টাকা তুলে দিলেন হাতে। ছেলেটা বানাল প্রথম শর্টফিল্ম ‘আজব বাক্স’। হঠাৎ এই নির্মাতাকে নিয়ে লেখার কারণ, আজ ৩ মার্চ তাঁর জন্মদিন।
যা বলছিলাম, মায়ের সোনার চেইন বিক্রির টাকায় যে স্বপ্নের যাত্রা রাফী শুরু করেছিলেন। সেই স্বপ্নেই ফুল ফুটিয়েছেন। ক্রমাগত নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। কাজ দিয়ে জিতে নিয়েছেন দর্শকহৃদয়। তাঁর সিনেমার জন্য দর্শক অপেক্ষায় থাকেন। তাঁর নির্মাণে যেমন বৈচিত্র্য দেখা যায়, তেমনি নতুন নতুন ভাবনার সংযোজনেরও দেখা মেলে।

‘পরাণ’-এর কথাই বলা যাক। এই গল্পে ছেলেটা বখাটে, যে মেয়েটাকে সে পছন্দ করে, মেয়েটা তাকে পছন্দ না করেও, ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করে। তার কাছ থেকে নানা ধরনের সুবিধা আদায় করে। পরে আরেকজনকে ভালোবাসে। ত্রিকোণ প্রেমের এমন গল্প কান পাতলেই আমরা শুনতে পাই। এই যে পরিচিত ঘটনাকে বুদ্ধিদীপ্তভাবে পর্দায় তুলে ধরতে পারা, এ কারণেই কি সিনেমাটি দর্শকদের ভালো লেগেছে?

ঈদে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইফতারের দোয়া

রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।

নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)

ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)

ইফতারের দোয়া বাংলা

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।

রোজার নিয়ত

সম্পর্কিত নিবন্ধ