সিদ্ধিরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় গ্যাস সিলিণ্ডার ব্যবসায়ী কাউসার, সুপ্রীম কোর্টের আইনজীবী আলিফ লায়লা ও তার পরিবারের সদস্যসহ অন্তত ১২ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নামধারী কাজী ইসলাম বাহিনীর বিরুদ্ধে।

দোকানে হামলা চালিয়ে লুট করা হয়েছে নগত ৩ লাখ টাকা ও গ্যাস সিলিণ্ডারের বোতলসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল।  রবিবার (২ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত  সানারপাড় বাসস্ট্যাণ্ড এলাকায় ৩ দফা এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনজীবী আলিফ লায়লা বাদী হয়ে কাজী ইসলামকে প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহতরা হলো, দোকান মালিক কাউসার (৩৩), তার বড় ভাই আনিসুর রহমান(৫২), সেজু ভাই ফেরদৌস(৪৫), মো.

হিজবুল্লাহ(৩৯), বোন আলিফ লায়লা(৩৬), ভাতিজা আশিক(৩০), নিবির(২৩) ও দোকান কর্মচারী সিফাত (২০)। আহত অন্যরা হলেন ভূক্তভোগী পরিবারের নারী। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কাজী ইসলামের নেতৃত্বে সঙ্গবদ্ধ একটি দল রোববার সকালে সানারপাড় বাসস্ট্যাণ্ড এলাকায় বাদীর ছোট ভাই মো. কাউসারের গ্যাস সিলিণ্ডার দোকানে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় কাউসার ও তার ভাতিজা আশিককে মারধর করে। 

বিকেলের মধ্যে দাবিকৃত চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না হুমকি দিয়ে চলে যায়। পরে বিকেলে আবার দোকানে গিয়ে চাঁদা না পেয়ে  কাউসারকে মারধর শুরু করে। এ খবর পেয়ে কাউসারের বড় ভাই আনিসুর রহমান, সেজু ভাই ফেরদৌস, মো. হিজবুল্লাহ, বোন আলিফ লায়লা ও ভাতিজা নিবির ছুটে গিয়ে প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালিয়ে বেধরক মারধর করে। 

ইফতারের পর আবার কাজী ইসলামের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র দা, ছুরি, চাপাতি ও লাঠিসোটা নিয়ে কাউসারের দোকানে হামলা চালিয়ে নগত ৩ লাখ টাকা ও গ্যাস সিলিণ্ডারের বোতলসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুটপাট করে। পরে হামলা চালায় ভূক্তভোগীদের বাড়িতে। তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ২ জন গুরুতরসহ ১২ জনকে আহত করে। এসময় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তখন এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়।

 জানতে চাইলে কাজী ইসলাম বলেন, মসজিদের জায়াগা জবরদস্তি করে তারা দোকান নির্মাণ করেছে। আমি মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা। মসজিদ কমিটির সিদ্ধান্তক্রমে আমরা সে দোকানটি ভেঙ্গে দেই।  চাঁদা চাওয়ার কোন প্রশ্নই আসে না। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ইসল ম

এছাড়াও পড়ুন:

ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে

বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে চলছে মামলার শুনানি। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু, নাকি অবহেলা ছিল চিকিৎসকদের, তা খতিয়ে দেখছেন আদালত। কিংবদন্তির শেষ দিনগুলোয় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে চলছে বিচার কার্যক্রম।

বাদীপক্ষ ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনার হয়ে আদালতে লড়ছেন আর্জেন্টাইন আইনজীবী ফের্নান্দো বার্লান্দো। এক টিভি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পশুর সঙ্গে যেমন আচরণ করে, ডিয়েগোর সঙ্গে সেটাই করা হয়েছে। আদালতে যা কিছু দেখা গেছে, সেটাই প্রমাণ করে।’

আরও পড়ুনমেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা৪ ঘণ্টা আগে

আর্জেন্টিনার টিভি চ্যানেল এলত্রেসে প্রচারিত অনুষ্ঠান ‘লা নোচে দে মিরথা’য় বার্লান্দো ব্যাখ্যা করেন, ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনাকে হত্যা করা হয়েছিল—এটা প্রমাণ করাই তাঁর আইনি দলের লক্ষ্য, ‘অবহেলার বিষয়টি আমরা আগেই পেরিয়ে এসেছি। এখন তা বিচারিকভাবে প্রমাণের চেষ্টা করছি।’

এই পৃথিবীতে ডিয়েগোর অনুপস্থিতিতে লাভটা তৃতীয় পক্ষের, যারা তাঁর উত্তরাধিকার নয়। কিছু লোক আছে, যারা কিছু সন্দেহজনক চুক্তিপত্র সইয়ের মাধ্যমে তাঁর মৃত্যুর পরও লাভবান হচ্ছে, এমনকি তাঁর ওপর ভর করে জীবিকা নির্বাহ করছে।ফের্নান্দো বার্লান্দো, ম্যারাডোনার মেয়ে দালমা ও জিয়ান্নিনার পক্ষের আইনজীবী

বার্লান্দোর দাবি, পরিকল্পনা করে ছিয়াশির বিশ্বকাপ কিংবদন্তিকে মেরে ফেলা হয়েছে। চিকিৎসাজনিত অবহেলা তাঁর মৃত্যুর কারণ নয়, ‘আমি একমত, কোনো সন্দেহ নেই তাঁকে হত্যা করা হয়েছে।’ অনুষ্ঠানের উপস্থাপিকা আর্জেন্টাইন অভিনেত্রী ও সঞ্চালক মিরথা লেগ্রান্দ আইনজীবী বার্লান্দোর কাছে জানতে চান, ম্যারাডোনাকে মৃত্যুমুখে পতিত করা হয়েছে, নাকি হত্যা করা হয়েছে?’ বার্লান্দোর উত্তর, ‘ম্যারাডোনার মানসিক ও শারীরিক চিকিৎসার দায়িত্বে থাকা আটজন ইচ্ছাপ্রসূত হত্যার দায়ে জড়িত। কেউ যখন সবচেয়ে বাজে পরিস্থিতির সম্মুখীন হয়, এ ক্ষেত্রে যেটা মৃত্যু এবং তাদের আচরণে মনে হয় কিছুই হয়নি, তখন এটা হত্যা।’

ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ানিন্নার পক্ষের আইনজীবী ফের্নান্দো বার্লান্দো

সম্পর্কিত নিবন্ধ

  • ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে