সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে ফ্রি থেরাপী সেবা প্রদান
Published: 3rd, March 2025 GMT
সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের উদ্যোগে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে দুই দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে থেরাপী সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা জাগরণী সংসদ প্রাঙ্গণে মোবাইল থেরাপী ভ্যানের মাধ্যমে দুই দিনব্যাপী এ সেবাদান কার্যক্রম সম্পন্ন হয়।
এরআগে রবিবার (২ মার্চ) সকাল ৯টা থেকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের উদ্যোগে এবং আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যান সংস্থার ব্যবস্থাপনায় ও জাগরণী সংসদের সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে দুই দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে থেরাপী সেবা প্রদান কার্যক্রমটি শুরু হয়।
সেবা প্রদান কার্যক্রমটি পরিচালনা করেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের কনসালট্যান্ট ফিজিওথেরাপী ডা: সানজিদা নুসরাত সিলভী, থেরাপী সহকারী আজমেরী আক্তার, টেকনিশিয়ান-২ মো: এরশাদুর রহমান ও মোবাইল থেরাপী ভ্যান-১৮ এর হেলপার মো: এরশাদ শিকদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে এ সেবাদান কার্যক্রমটি সম্পন্ন করেন, আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা আ: মতিন, যুব সমাজ কল্যান সংগঠনের সভাপতি আ: রহিম, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দপ্তর সম্পাদক তৌহিদ শিকদার, ক্রীড়া সম্পাদক মোক্তার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আওলাদ হোসেন, সদস্য আলমগীর হোসেন খোকা, স্বপন ভুঁইয়া, সাজু খান, রমজান হোসেন, মাসুম, মিলন মিয়া, আনোয়ার হোসেন, জাহিদ, নাজমুল হোসেন, কামাল ভুঁইয়া ও কবির মোল্লাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
রিমান্ড শেষে কারাগারে আরসা প্রধান আতাউল্লাহ ও ৫ সহযোগী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদলত।
আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে হাজির করা হয় আসামিদের। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো অন্যরা হলেন- মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান। মনিরুজ্জামান ছাড়া সবাই মায়ানমারের বাসিন্দা। মনিরুজ্জামান সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা।
আরো পড়ুন:
ডাবল মার্ডারে গ্রেপ্তার, তাহসিন হত্যাকাণ্ডে রিমান্ডে ছোট সাজ্জাদ
ইনু-মেনন-আনিসুল-দীপু মণি-সাদেক খানের আবার রিমান্ড
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, “সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় গত ১৩ এপ্রিল ১০ দিনের রিমান্ড চেয়ে আতাউল্লাহ ও তার পাঁচ সহযোগীকে আদালতে আনা হয়। শুনানি শেষে বিচারক আট দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
গত ১৭ মার্চ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাব-১১। পরে সিদ্ধিরগঞ্জ থানায় দুইটি মামলা করা হয়। আতাউল্লাহ বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
ঢাকা/অনিক/মাসুদ