সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে ফ্রি থেরাপী সেবা প্রদান
Published: 3rd, March 2025 GMT
সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের উদ্যোগে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে দুই দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে থেরাপী সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা জাগরণী সংসদ প্রাঙ্গণে মোবাইল থেরাপী ভ্যানের মাধ্যমে দুই দিনব্যাপী এ সেবাদান কার্যক্রম সম্পন্ন হয়।
এরআগে রবিবার (২ মার্চ) সকাল ৯টা থেকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের উদ্যোগে এবং আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যান সংস্থার ব্যবস্থাপনায় ও জাগরণী সংসদের সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে দুই দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে থেরাপী সেবা প্রদান কার্যক্রমটি শুরু হয়।
সেবা প্রদান কার্যক্রমটি পরিচালনা করেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের কনসালট্যান্ট ফিজিওথেরাপী ডা: সানজিদা নুসরাত সিলভী, থেরাপী সহকারী আজমেরী আক্তার, টেকনিশিয়ান-২ মো: এরশাদুর রহমান ও মোবাইল থেরাপী ভ্যান-১৮ এর হেলপার মো: এরশাদ শিকদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে এ সেবাদান কার্যক্রমটি সম্পন্ন করেন, আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা আ: মতিন, যুব সমাজ কল্যান সংগঠনের সভাপতি আ: রহিম, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দপ্তর সম্পাদক তৌহিদ শিকদার, ক্রীড়া সম্পাদক মোক্তার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আওলাদ হোসেন, সদস্য আলমগীর হোসেন খোকা, স্বপন ভুঁইয়া, সাজু খান, রমজান হোসেন, মাসুম, মিলন মিয়া, আনোয়ার হোসেন, জাহিদ, নাজমুল হোসেন, কামাল ভুঁইয়া ও কবির মোল্লাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।
তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে।
পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।