সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে ফ্রি থেরাপী সেবা প্রদান
Published: 3rd, March 2025 GMT
সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের উদ্যোগে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে দুই দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে থেরাপী সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা জাগরণী সংসদ প্রাঙ্গণে মোবাইল থেরাপী ভ্যানের মাধ্যমে দুই দিনব্যাপী এ সেবাদান কার্যক্রম সম্পন্ন হয়।
এরআগে রবিবার (২ মার্চ) সকাল ৯টা থেকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের উদ্যোগে এবং আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যান সংস্থার ব্যবস্থাপনায় ও জাগরণী সংসদের সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে দুই দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে থেরাপী সেবা প্রদান কার্যক্রমটি শুরু হয়।
সেবা প্রদান কার্যক্রমটি পরিচালনা করেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জের কনসালট্যান্ট ফিজিওথেরাপী ডা: সানজিদা নুসরাত সিলভী, থেরাপী সহকারী আজমেরী আক্তার, টেকনিশিয়ান-২ মো: এরশাদুর রহমান ও মোবাইল থেরাপী ভ্যান-১৮ এর হেলপার মো: এরশাদ শিকদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে এ সেবাদান কার্যক্রমটি সম্পন্ন করেন, আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা আ: মতিন, যুব সমাজ কল্যান সংগঠনের সভাপতি আ: রহিম, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দপ্তর সম্পাদক তৌহিদ শিকদার, ক্রীড়া সম্পাদক মোক্তার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক আওলাদ হোসেন, সদস্য আলমগীর হোসেন খোকা, স্বপন ভুঁইয়া, সাজু খান, রমজান হোসেন, মাসুম, মিলন মিয়া, আনোয়ার হোসেন, জাহিদ, নাজমুল হোসেন, কামাল ভুঁইয়া ও কবির মোল্লাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।