রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের ২ কর্মচারীকে পিটিয়ে ও কুপিয়ে আহতের ঘটনায় প্রতিবাদ সভা
Published: 3rd, March 2025 GMT
রূপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বিসমিল্লাহ্ আড়তের দুই কর্মচারী আহতের ঘটনায় প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী সহ আড়ৎ মালিক-ব্যবসায়ীরা। উপজেলার গাউসিয়া-সাওঘাট এলালায় বিসমিল্লাহ আড়তের কার্যালয়ে রবিবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আহত আবদুল মতিন, মিরাজ, ব্যবসায়ী জীবণ চন্দ্র শীল প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, আমরা কোন সংঘাত চাই না। আড়ত মালিক সেলিম প্রধান ও ইজারাদার ডা.
গত রবিবার সকাল ১১টার দিকো আড়তের দোকানের ভাড়ার টাকা তুলতে গেলে আবদুল মতিন ও মিরাজ নামে ২ কর্মচারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে দুর্বৃত্তরা।
পরে তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এসব সংঘাত চাই না। শান্তিপূর্ণ ভাবে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার সুদৃষ্ট চান তারা।
হামলার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ আড়ত র ব যবস
এছাড়াও পড়ুন:
টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও সাতজন। বুধবার সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার-ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ (১৮) ও একই গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি জানান, মোটরসাইকেলে মারুফ শেখ (১৮) তার এক বন্ধুকে নিয়ে পার ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন ৯ জন।
ওসি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহাননেত শেখ (১৬) মারা যান। পরে অবস্থার অবনতি হলে মারুফ শেখকে গোপালগঞ্জ আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি আহতদের টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।