জমি হারানোর ভয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার
Published: 3rd, March 2025 GMT
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে অর্জিত অর্থ ও পেনশনের টাকা দিয়ে রাজধানীর মিরপুরের পল্লবীর ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব এলাকায় ১৬ শতাংশ জমি কিনেছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। কষ্টার্জিত টাকায় কেনা এই জমির ওপর স্থানীয় কিছু ভূমিদস্যু ও সন্ত্রাসীর কুদৃষ্টি পড়েছে। জমি ছেড়ে দিতে প্রতিনিয়ত তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পল্লবীর বাসিন্দা জাহাঙ্গীর হোসেন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জাহাঙ্গীর হোসেন। তিনি দাবি করেন, ২০১৮ সাল নুরজাহান বেগম নামের একজনের কাছ থেকে ৬৪ লাখ ৬০ হাজার টাকায় ওই জমি কিনেছিলেন তিনি। এক বছর পর জমির নামজারি কর ও খাজনা পরিশোধও করেন। কিন্তু ২০২৩ সাল মিরপুর এলাকার ভূমিদস্যু ও বিভিন্ন মামলার আসামি বায়জিদ, আশরাফ উদ্দিন, তাজউদ্দিন ও মারুফসহ কয়েকজন জমিটিকে নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করে। জমি ছেড়ে দিতে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকিও দেয়।
তিনি বলেন, এই ঘটনায় ২০২৩ সালেই তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে এসি-ল্যান্ডের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত জমিতে বায়জিদদের প্রবেশ রহিত করেন। কিন্তু তারা আদালতের রায় না মেনে জমিতে প্রবেশ ও দখলের চেষ্টা করলে আবারও আদালতে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করেন। অন্যদিকে বায়জিদ ও আশরাফরা তাকে হয়রানি করতে ভুয়া কাগজপত্র নিয়ে তার নামজারির বিরুদ্ধে এসি-ল্যান্ডের কাছে রিভিউ মামলা করেন।
জাহাঙ্গীর আরও জানান, উভয়পক্ষের মামলা চলমান থাকলেও উল্লেখিত ভূমিদস্যুরা বর্তমানে তাকে বিভিন্নভাবে আমাকে হত্যা ও মামলার ভয় দেখাচ্ছেন। এমতাবস্থায় তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন এবং এ বিষয়ে সরকারের কাছে প্রতিকার চাইছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেনের বন্ধু সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মনির হোসেন ও সিরাজুল ইসলাম।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্বামী-স্ত্রী মিলে করেন জাল টাকার ব্যবসা
চট্টগ্রামের লোহাগাড়ায় জাল টাকার নোটসহ শাহ আলম (৩৫) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পদুয়া বাজারে সেনাবাহিনী ও লোহাগাড়া থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ আলম একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে। গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে ৫০০ টাকার ১০টি ও ১ হাজার টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শাহ আলম ও তাঁর স্ত্রী জান্নাত আরা মিলে জাল নোটের ব্যবসা করে মানুষের সঙ্গে প্রতারণা করেন। ২০২৩ সালেও তাঁরা দুজন জাল নোটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার শাহ আলমের নামে থানায় নতুন করে আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে আগামীকাল সোমবার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, জাল নোট ব্যবসায়ীদের একটি চক্র আছে। শাহ আলম ও তাঁর স্ত্রী ওই চক্রের সদস্য। ২০২৩ সালেও তাঁরা গ্রেপ্তার হয়েছিলেন। তাঁরা এখনো ওই চক্রের সঙ্গে আছেন এবং জাল টাকা সংগ্রহ করে বাজারে ছড়িয়ে দিচ্ছেন। কয়েক মাস আগেও শাহ আলমের স্ত্রী জান্নাত আরা জাল টাকাসহ জনতার হাতে আটক হন। তখন পর্যাপ্ত প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। এখন জান্নাত আরার সন্ধান করছে পুলিশ।