সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পবিত্র রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে তাদের প্রায় এক মাস ছুটি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এত লম্বা সময়ের জন্য মেয়েরা ছুটিতে যাক, চান না কোচ পিটার বাটলার।

নতুনদের নিয়ে যে ছন্দে এগিয়ে যাচ্ছেন তিনি, সেটাতে কোনো হেরফের চাইছেন না কোচ। গতকাল প্রথম আলোকে তেমনটাই বললেন এই ইংলিশ কোচ, ‘ছোট্ট একটা বিরতির পর অনুশীলন শুরু করা যেত। এই মুহূর্তে দল যে ছন্দ রয়েছে, সেটা ধরে রাখা জরুরি।’

আরও পড়ুনআর্জেন্টিনার প্রাথমিক দলে ‘নতুন মেসি’ এচেভেরি৩ ঘণ্টা আগে

বাফুফে চাইছে রোজায় ক্যাম্প চালু না রাখতে। একেবারে ঈদের পর মেয়েদের ক্যাম্প শুরু করতে চায় ফেডারেশন। আজ বিকেলে বাফুফে ভবনে মেয়েদের সঙ্গে আলোচনা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

আসুন ধৈর্য ধরি, উন্নতি করি, ভবিষ্যৎ পরিকল্পনা সাজাই, ফুটবল এই মেয়েদের হাত ধরেই এগোবেপিটার বাটলার, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ

আমিরাত সফরের দুই হার নিয়ে খুব একটা হতাশ নন বাফুফের প্রধান। উল্টো পরবর্তী টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়ার কথাই বলেছেন তাবিথ, ‘আমরা পরে তোমাদের জানিয়ে দেব কবে ক্যাম্প শুরু হবে। পুরো ৫৫ জনের স্কোয়াড নিয়েই অনুশীলন শুরু করব। ওখান থেকে অনেকেই ম্যাচ খেলব। এরপর তো এএফসি বাছাই। আমরা যদি সেখানে কোয়ালিফাই করি তাহলে তো পরবর্তী মার্চেই খেলা।’

নারী ফুটবল দলের খেলোয়াড় শাহিদা আক্তারের সঙ্গে হাত মেলাচ্ছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

ব্যবসায়িক আমন্ত্রণ করে অপহরণ, সেই ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিক হলেন- মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।

আটককৃতরা হলেন- আমবাড়ি গ্রামের সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), চর কুলিয়া এলাকার এস এম শামসুল আলম (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ(৩৮)।

আরো পড়ুন:

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রী নিহত

অপহরণের অভিযোগে আটক ৪ জন

পুলিশ জানায়, শহিদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন তিন শ্রীলঙ্কান নাগরিক। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশের একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরে স্বজনেরা শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই-কমিশনে অভিযোগ দায়ের করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘‘হাই-কমিশনে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে। সেই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শহিদুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ব্যবসায়িক আমন্ত্রণ করে অপহরণ, সেই ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার
  • বাঘ প্রতীকে ফের ভোট করতে চায় পিডিপি
  • আন্দোলন চালিয়ে যাবেন পলিটেকনিক শিক্ষার্থীরা
  • আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাহার পলিটেকনিক শিক্ষার্থীদের
  • বরিশালে মেয়র হতে চান জাপা প্রার্থীও, করলেন মামলা
  • আন্দোলনে ফিরছেন কারিগরি শিক্ষার্থীরা, ঢাকায় আসছেন প্রতিনিধিরা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • গুম হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ, বিচার সর্বোচ্চ অগ্রাধিকার: আইন উপদেষ্টা
  • তালিকায় ১ হাজার ৪১৫ নদী, এবার কি বাঁচবে
  • যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক মাসকটে