অ্যাপলের সহ–প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্মৃতিবিজড়িত বিভিন্ন পণ্য স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যা কম নয়। আর তাই প্রতিষ্ঠানটির দুই সহ–প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি অ্যাপল–১ কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। এবার আরও একটি অ্যাপল–১ কম্পিউটারের নিলাম কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন। নিলামে কম্পিউটারটির দাম তিন লাখ মার্কিন ডলার বা ৩ কোটি ৬০ লাখ টাকা পর্যন্ত (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে) উঠতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন অ্যাপল–১ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কি–বোর্ড আলাদা আলাদাভাবে যুক্ত করে ব্যবহার করতে হতো কম্পিউটারটি।

আরও পড়ুনস্টিভ জবসের জীবনের ৩ বিচ্ছেদের গল্প শুনুন০৬ ফেব্রুয়ারি ২০২৪

আরআর অকশনের তথ্যমতে, ‘অ্যাপল–১’ কম্পিউটার ছাড়া স্টিভ জবসের সই করা দুটি চেক অনলাইনে নিলামে তোলা হয়েছে। চেক দুটির দাম ২৫ হাজার মার্কিন ডলার বা ৩০ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে। এ ছাড়া ‘অ্যাপল–২’ কম্পিউটারও কেনা যাবে নিলামে। এই কম্পিউটারের দাম ৩০ হাজার মার্কিন ডলার বা ৩৬ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনস্টিভ জবসের যে দক্ষতাকে এখনো ঈর্ষা করেন বিল গেটস১০ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ট ভ জবস র

এছাড়াও পড়ুন:

নিলামে অ্যাপল–১ কম্পিউটার, কত টাকায় বিক্রি হতে পারে জানেন

অ্যাপলের সহ–প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্মৃতিবিজড়িত বিভিন্ন পণ্য স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যা কম নয়। আর তাই প্রতিষ্ঠানটির দুই সহ–প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি অ্যাপল–১ কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। এবার আরও একটি অ্যাপল–১ কম্পিউটারের নিলাম কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন। নিলামে কম্পিউটারটির দাম তিন লাখ মার্কিন ডলার বা ৩ কোটি ৬০ লাখ টাকা পর্যন্ত (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে) উঠতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন অ্যাপল–১ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কি–বোর্ড আলাদা আলাদাভাবে যুক্ত করে ব্যবহার করতে হতো কম্পিউটারটি।

আরও পড়ুনস্টিভ জবসের জীবনের ৩ বিচ্ছেদের গল্প শুনুন০৬ ফেব্রুয়ারি ২০২৪

আরআর অকশনের তথ্যমতে, ‘অ্যাপল–১’ কম্পিউটার ছাড়া স্টিভ জবসের সই করা দুটি চেক অনলাইনে নিলামে তোলা হয়েছে। চেক দুটির দাম ২৫ হাজার মার্কিন ডলার বা ৩০ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে। এ ছাড়া ‘অ্যাপল–২’ কম্পিউটারও কেনা যাবে নিলামে। এই কম্পিউটারের দাম ৩০ হাজার মার্কিন ডলার বা ৩৬ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনস্টিভ জবসের যে দক্ষতাকে এখনো ঈর্ষা করেন বিল গেটস১০ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ