সিমন্স-সালাউদ্দিনের চুক্তি বাড়ছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত
Published: 3rd, March 2025 GMT
চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার এবং ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের সাবেক কোচ ফিল সিমন্সকে হেড কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। তার অধীনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভালো করেনি বাংলাদেশ।
স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দেওয়া হয়েছে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব। তিনি মূলত দলের ব্যাটিং কোচের ভূমিকা পালন করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছে নাজমুল শান্ত-ফিল সিমন্সের জুটি। তাদের চুক্তি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সিমন্স-সালাউদ্দিন কোচের পদে থাকছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
তবে বিসিবি এই দুই কোচের চুক্তি নবায়ন করতে চায়। তাদের কাজে খুশি বোর্ড। যে কারণে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ভার সিমন্স-সালাউদ্দিনের কাঁধে রাখতে চায় বোর্ড। সঙ্গে পাকিস্তানী স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও রেখে দিতে চায় বিসিবি।
সোমবার বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দুই পরিচালক। বিকেএসপির সাবেক কোচ ও বর্তমান বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, বিসিবি এই দুই কোচের সঙ্গে চুক্তি নবায়ন ও দল নিয়ে পরিকল্পনা সম্পর্কীত আলোচনা দ্রুত সেরে নিতে চায়।
ফাহিম বলেন, ‘আমরা প্রধান দুই কোচের কাজে সন্তুষ্ট। তাদের সঙ্গে আবার যোগাযোগ করব। আলোচনায় বনিবনা না হলে, বাইরে থেকে চিন্তা করতে হবে। তবে আমরা আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছতে পারবো।’
এছাড়া বিসিবি জাতীয় দলের বাইরে কাজ করার জন্য দু’জন ফিল্ডিং কোচ নেওয়ার কথা ভাবছেন। যারা মূলত এইচপি বা বয়সভিত্তিক পর্যায়ে কাজ করবেন। দেশি ভালো ফিল্ডিং কোচ না থাকায় বিদেশি কোচ আনার পরিকল্পনা বিসিবির, ‘দু’জন ফিল্ডিং কোচের নাম এসেছে। যারা জাতীয় দলের বাইরেও কাজ করবে। ফিল্ডিংয়ের বিষয়ে আমরা জোর দিতে চাই। এজন্য আমরা দু’জন ফিল্ডিং কোচের খোঁজ করবো।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল স মন স স মন স
এছাড়াও পড়ুন:
২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ
লিভারপুলের ভেরিফাইড ফেসবুক পেজে ৬ মিনিটের ব্যবধানে তিনটি পোস্ট করা হয় আজ। প্রথম পোস্টে মাঠে লাল গালিচার ওপর একটি চেয়ার। চেয়ারটি দেখে বোঝা যায়, সেটি গণ্যমান্য কারও বসার আসন। দুই মিনিট পরই আরেকটি পোস্ট—লিভারপুলের জার্সি গায়ে সেই চেয়ারে বসে হাসছেন মোহাম্মদ সালাহ। ক্যাপশনে লেখা, ‘তিনি থাকছেন।’
আরও পড়ুনব্রাজিল–আর্জেন্টিনার মহাদেশ থেকে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব ১ ঘণ্টা আগেলিভারপুল সমর্থকদের এতটুকুতেই বুঝে ফেলার কথা। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে ইংলিশ ক্লাবটির চুক্তি শেষ পর্যন্ত হবে কি হবে না, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল বহুদিন। আজ সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করেছেন সালাহ, যেটা দুই মিনিট পরই ফেসবুকে বিবৃতিসহ আরও একটি পোস্টে নিশ্চিত করে অ্যানফিল্ডের ক্লাবটি।
নতুন চুক্তিতে ২০২৭ পর্যন্ত লিভারপুলে থাকছেন সালাহ। অর্থাৎ নতুন চুক্তিতে তাঁর মেয়াদ দুই বছর। চুক্তি সইয়ের পর লিভারপুলের ওয়েবসাইটকে সালাহ বলেছেন, ‘সই করেছি কারণ আমি মনে করি, আমাদের অন্যান্য ট্রফি জয়ের সুযোগ আছে এবং নিজের খেলাটা উপভোগ করতে পারব। এটা দারুণ ব্যাপার, কারণ সেরা বছরগুলো এখানে কাটিয়েছি। আট বছর খেলেছি, আশা করি এটা ১০ বছর হবে। নিজের জীবন এবং ফুটবলটা এখানে উপভোগ করছি। ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানে কাটিয়েছি।’
সমর্থকদের প্রতি ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘(সমর্থকদের প্রতি) বলতে চাই, এখানে থাকতে পেরে আমি খুব খুব খুশি। সই করেছি কারণ আমি বিশ্বাস করি একসঙ্গে অনেক বড় বড় ট্রফি জিততে পারব...ভবিষ্যতে আমরা আরও ট্রফি জিততে যাচ্ছি।’
আরও পড়ুনওনানার ভুলে ভরা রাতে জয়বঞ্চিত ম্যানচেস্টার ইউনাইটেড৪ ঘণ্টা আগেএএস রোমা থেকে ২০১৭ সালে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে (প্রায় ৫৭৩ কোটি ৩১ লাখ টাকা) লিভারপুলে যোগ দিয়ে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, কমিউনিটি শিল্ড, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিতেছেন সালাহ। শুধু কী তাই, লিভারপুলের ইতিহাসে সালাহ তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও (৩৯৩ ম্যাচে ২৪৩ গোল ও গোল বানিয়েছেন ১০৯টি)। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সালাহর বেশি গোল নেই আর কারও (২৮৩ ম্যাচে ১৮২ গোল)।
আগামী জুনে সালাহর সঙ্গে লিভারপুলের বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে। চলতি মৌসুমে সালাহ একাধিকবার বলেছেন, তিনি চুক্তির মেয়াদ বাড়াতে চান। কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাটে-বলে হচ্ছিল না। সে কারণে সমর্থকদের মধ্যে সালাহর লিভারপুল ছেড়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। কারণ, সৌদি আরবের ঘরোয়া ফুটবল তাঁর প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। কিন্তু গত বুধবার জানা যায়, লিভারপুল ও সালাহর মধ্যে ইতিবাচক আলাপ হয়েছে এবং নতুন চুক্তি সন্নিকটে। সেটাই ঘটল আজ।
এত দিন সালাহর এজেন্ট রামি আব্বাসের সঙ্গে নতুন চুক্তির রূপরেখা নিয়ে আলোচনা করেছেন লিভারপুলের ক্রীড়া পরিচালক রিচার্ড হিউজ। সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, লিভারপুলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সালাহ অ্যানফিল্ডের ক্লাবটিতে থাকতে বেতন কমাতেও রাজি ছিলেন। কিন্তু ইএসপিএনকে সূত্র জানায়, নতুন চুক্তিতে বেতন কমানোর কথা ভাবেনি কোনো পক্ষই।
আরও পড়ুনআর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়া প্রসঙ্গে নতুন করে যা বললেন রাফিনিয়া ১৪ ঘণ্টা আগেজুনে তেত্রিশে পা রাখতে যাওয়া সালাহ এবার প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে করেছেন ২৭ গোল। এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি ১৭টি গোলও বানিয়েছেন। সব মিলিয়ে চলতি মৌসুমে ৪৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৩২।
চলতি মৌসুম শেষে লিভারপুলের যে তিন খেলোয়াড়ের চুক্তির মেয়াদ ফুরোবে, সালাহ তাঁদের মধ্যে সবার আগে নতুন চুক্তি করলেন। বাকি রইলেন ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড। ডাচ ডিফেন্ডার ডাইক জানিয়েছেন, তাঁর বিষয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে এবং নতুন চুক্তির বিষয়ে তিনি আশাবাদী। কিন্তু ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন বলে জোর গুঞ্জন আছে দলবদলের বাজারে।