পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া ৫ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা টাঙ্গাইলে শিক্ষাসফরের বাসে ডাকাতির সঙ্গেও জড়িত বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

তিনি বলেন, “গত ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় স্কুল বাসে ডাকাতির পর সারা দেশে পুলিশ ডাকাতদের ধরতে অভিযান শুরু করে। এরই সূত্র ধরে টাঙ্গাইল জেলা পুলিশের একটি দল ডাকাতদের অবস্থান নিশ্চিত করতে রংপুরে আসেন। একপর্যায়ে ডাকাতদের অবস্থান পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে দেখা যায়। পরে টাঙ্গাইল জেলা পুলিশ পঞ্চগড় জেলা পুলিশকে বিষয়টি অবগত করেন।”

পুলিশ সুপার বলেন, “টাঙ্গাইল পুলিশের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে। এরই মাঝে খবর পাওয়া যায় তেঁতুলিয়ার অজিজনগর এলাকায় বেলায়েত মাস্টারের বাড়িতে ডাকাতি হচ্ছে। পরে তেঁতুলিয়ায় একদিকে গ্রামগুলোতে তল্লাশি অন্যদিকে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে রবিবার সকালে তেঁতুলিয়া থেকে ভজনপুর দিয়ে বাসযোগে ডাকাতরা পালানোর সময় ভজনপুর চেক পোস্টে বাস থামিয়ে তল্লাশি  করলে ৫ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার টাকাসহ সোনা ও রুপার স্বর্ণালংকার উদ্ধার করা হয়।”

স্থানীয় কেউ জড়িত আছে কিনা বা ডাকাত দলের আরো কোনো সদস্য পঞ্চগড়ে লুকিয়ে আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, “এই চক্রের সাথে আরো কয়েকজন ছিল। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।”

গ্রেপ্তার হওয়া আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য হলেন-রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি হরিপুর এলাকার আব্দুল আজিজের পুত্র আনোয়ার হোসেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র শরিফুল ইসলাম, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেপুর ফকিরপাড়া ইউনিয়নের আজমপুর গ্রামের বাদশা ফকিরের পুত্র হাসানুর, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সানেরহাট পালানো শাহপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র আয়নাল, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র মো.

তহিদুল ইসলাম।

এর আগে, গত রবিবার এই ৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৩ জনের নামে তেঁতুলিয়া থানায় একটি মামলা করেন তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার ভুক্তভোগী বেলায়েত হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেঁতুলিয়া থানার এসআই বদিউজ্জামান মামলা জানান, আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য তেঁতুলিয়া আমলি আদালত-৪ এ নিয়ে আসা হয়েছে। জবানবন্দিতে স্বীকার না করলে রিমান্ডের আবেদন করা হবে। 

পঞ্চগড়/নাঈম/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ উপজ ল র

এছাড়াও পড়ুন:

সত্যিই কি দিনে পাঁচ লিটার দুধ খান ধোনি, নিজেই দিলেন উত্তর

তখন সবে লম্বা চুলের লোকটার আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব। ব্যাট হাতে তাঁর সেই হেলিকপ্টার শট প্রতিপক্ষের বোলারদের দুঃস্বপ্ন হতে শুরু করেছে। ২০০৪-০৫ মৌসুমে হঠাৎ আলোচনায় চলে আসা সেই ভারতীয় ব্যাটসম্যানকে নিয়ে তখন থেকেই নানা গুঞ্জন!

ব্যাটসম্যানের নাম মহেন্দ্র সিং ধোনি। মাঠের চারদিকে তাঁর ছক্কা আর চারের ফুলঝুরি দেখেই হয়তো সেই গুঞ্জনের শুরু। তাঁর অবিশ্বাস্য এনার্জি দেখে সবাই অবাক! এই ছেলে খায় কী? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। সেই উত্তরও খুঁজে বের করে ফেললেন অনেক ক্রিকেটপ্রেমী। ধোনির ব্যাটে এত পাওয়ার নাকি আসে প্রতিদিন ‘পাঁচ লিটার মিল্ক ডোজ’ থেকে! কে জানে, মাঠের চারপাশে তাঁকে বল ওড়াতে দেখেই হয়তো সমর্থকেরা ধরে নিয়েছিলেন এই লোকটা রক্তে নয়, দুধে চলে!

আরও পড়ুনআইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, যা বলল রাজস্থান১ ঘণ্টা আগে

আসলেই কি তা-ই? উত্তরটা এবার ধোনি নিজেই দিলেন। সম্প্রতি একটা প্রচারণা অনুষ্ঠানে গিয়ে। যে অনুষ্ঠানের ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংসের এক্স হ্যান্ডলেই।
মঞ্চে বসে থাকা ধোনিকে হঠাৎ সঞ্চালক প্রশ্ন করলেন, ‘আপনার সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটা?’

একটু হেসে ধোনি উত্তর দিলেন, ‘আমি নাকি দিনে পাঁচ লিটার দুধ খাই!’
উত্তর শুনে সঞ্চালক নিজেই যেন অবাক—‘মানে এই কথাটা সত্যি না?’
ধোনি এক গাল হেসে বলেন, ‘আরে না। হয়তো এক লিটার খেতাম, তা–ও সারা দিন মিলিয়ে। বাকি চার লিটারের কথা বাড়াবাড়ি। এটা তো যে কারও জন্যই বেশি!’

আরও পড়ুনকোহলি–আনুশকা থেকে পন্ত–ইশা: ভারতীয় ক্রিকেটারদের ‘লাভ স্টোরি’২ ঘণ্টা আগে

গুজবের ফর্দ এখানেই থামেনি। সঞ্চালকের পরবর্তী প্রশ্ন, ‘ধোনি কি সত্যিই ওয়াশিং মেশিনে লাচ্ছি বানিয়ে খেতেন?’
মানে মিক্সার জারে বানানো অল্প লাচ্ছিতে তাঁর চলত না? এটাও সেই সময়ের গুজব। ধোনি উত্তর দিয়েছেন এই প্রশ্নেরও, ‘সত্যি কথা হচ্ছে, আমি লাচ্ছিই খাই না রে ভাই।’
কে জানে, ধোনির সেই শুরুর দিকের অবিশ্বাস্য পারফরম্যান্স আর তাঁর ডাকাবুকো চেহারা দেখেই হয়তো লোকে এমন সব আজগুবি গুজব ছড়িয়েছিল।

আবার চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন ধোনি

সম্পর্কিত নিবন্ধ