সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

অর্থনীতিতে অব্যবস্থাপনা এবং ইরানি রিয়ালের ব্যাপক দরপতন রোধে ব্যর্থতার দায়ে অর্থমন্ত্রী আবদোলনাসের হিম্মাতিকে অব্যাহতি দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

হিম্মাতি দেশের অর্থনীতির পদে থাকবেন কি না- এ প্রশ্নে রোববার (২ মার্চ) ভোট হয় ইরানের পার্লামেন্টে। তাতে হিম্মাতির বিপক্ষে ভোট দেন ১৮২ জন ও পক্ষে ভোট দেন ৮৯ এমপি। ফলে ভোটের পরেই কার্যত নিশ্চিত হয়ে যায় হিম্মাতির বিদায়, যিনি ৭ মাস আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের গঠিত মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর পদে ছিলেন।

বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ও কালো তালিকায় থাকার কারণে ইরানি রিয়াল বর্তমানে পৃথিবীর সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর মধ্যে একটি। আবদোলনাসের হিম্মাতি অর্থমন্ত্রী হওয়ার পর রিয়ালের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছায়।

গত বছর যখন তিনি মন্ত্রী হন, সে সময় এক ডলারের বিপরীতে পাওয়া যেতো ৫ লাখ ৯৫ হাজার ৫০০, বর্তমানে ডলারের বিপরীতে রিয়ালের মান নেমে পৌঁছেছে ৯ লাখ ২৭ হাজারে। অর্থাৎ হিম্মাতি মন্ত্রী হওয়ার পর ইরানি রিয়ালের মান কমেছে প্রায় ৫০ শতাংশ।

মুদ্রার মান ব্যাপকভাবে নেমে যাওয়ায় গত এক বছরে মূল্যস্ফীতিও তীব্র আকার নিয়েছে ইরানে। রোববার পার্লামেন্টে ভোটের সময়ে একাধিক এমপি বলেন, খাবার, ওষুধ এবং আবাসনের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য-পরিষেবার মূল্য নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছেন হিম্মাতি।

হিম্মাতি অবশ্য বরাবরই বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ফ্রান্সভিত্তিক সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের কালো তালিকা থেকে মুক্তি না মিললে ইরানের অর্থনীতির পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। নিজ মেয়াদে গৃহীত বিভিন্ন পরিকল্পনায় এ বিষয়টিকে অগ্রাধিকারও দিচ্ছিলেন তিনি।

তবে বিরোধী এমপিরা মনে করতেন, হিম্মাতির উচিত ছিল নিষেধাজ্ঞা-কালো তালিকা থেকে মুক্তি নয়, বরং এগুলোকে অকার্যকর করে দিতে পারে- এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া।

অব্যাহত মূল্যস্ফীতির কারণে ২০১৭ সাল থেকেই ব্যাপক চাপে আছেন ইরানের নিম্ন ও মধ্যবিত্ত লোকজন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে অর্থনৈতিক চাপও বাড়ছে তাদের ওপর। এই মুহূর্তে ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি শাসকের সমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশটির ভঙ্গুর ও টালমাটাল অর্থনীতি।

সূত্র: রয়টার্স

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: মন ত র

এছাড়াও পড়ুন:

গুগলের কুইক শেয়ার অ্যাপে ত্রুটি, ঝুঁকিতে যে সংস্করণের ব্যবহারকারীরা

গুগলের কুইক শেয়ার অ্যাপ ব্যবহার করে তারের সংযোগ ছাড়াই আশপাশে থাকা নির্দিষ্ট স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারে দ্রুত ফাইল আদান-প্রদান করা যায়। তাই অনেকেই নিয়মিত অ্যাপটির মাধ্যমে তথ্য আদান-প্রদান করেন। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও অ্যাপটির উইন্ডোজ সংস্করণে ভয়ংকর এক নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেফব্রিচ ল্যাবসের গবেষকেরা।

সেফব্রিচ ল্যাবসের তথ্যমতে, কুইক শেয়ার অ্যাপের উইন্ডোজ সংস্করণে ‘সিভিই-২০২৪-১০৬৬৮’ নামের ত্রুটি শনাক্ত হয়েছে। এই ত্রুটির কারণে ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই যেকোনো ল্যাপটপ বা কম্পিউটারে ফাইল পাঠানো যায়। এর ফলে ম্যালওয়্যারযুক্ত ফাইল পাঠিয়ে দূর থেকে নির্দিষ্ট ল্যাপটপ বা কম্পিউটার অকার্যকর করার পাশাপাশি সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে সাইবার অপরাধীরা।

আরও পড়ুনফোন থেকে কম্পিউটারে ছবি নেবেন যেভাবে০১ জানুয়ারি ২০২৩

কুইক শেয়ার অ্যাপে যখন কোনো ফাইলের নাম একটি ইউটিএফ-৮ বাইট দিয়ে শুরু হয়, তখন ডিনায়েল অব সার্ভিস বা ডিওএস ঘরানার ত্রুটিটি সক্রিয় হয়। ত্রুটিটির বিষয়ে সেফব্রিচের গবেষক ওর ইয়ার বলেন, 'এ গবেষণা শুধু কুইক শেয়ার অ্যাপের ওপর করা হলেও এর প্রভাব পুরো সফটওয়্যার খাতের জন্যই গুরুত্বপূর্ণ। সফটওয়্যার যত জটিলই হোক, মূল কারণ চিহ্নিত করে দ্রুত সমাধান করা জরুরি।’

আরও পড়ুনফোন থেকে ফোনে নম্বর স্থানান্তর করবেন যেভাবে২৫ জুন ২০২৩

প্রসঙ্গত, সেফব্রিচ ল্যাবস গত বছরের আগস্টে গুগলকে কুইক শেয়ার অ্যাপে ‘কুইকশেল’ নামের একটি ত্রুটিসহ ১০টি নিরাপত্তা–দুর্বলতা থাকার বিষয়ে সতর্ক করেছিল। এরপর গুগল নিরাপত্তাত্রুটিগুলোর সমাধান করে কুইক শেয়ার ফর উইন্ডোজের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে। তবে সেফব্রিচের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, আগে শনাক্ত হওয়া দুটি ত্রুটি পুরোপুরি সমাধান হয়নি।

সূত্র: দ্য হ্যাকার নিউজ

সম্পর্কিত নিবন্ধ