আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (০৪ মার্চ, ২০২৫) বিকেলে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। এটা অবশ্য বলতে দ্বিধা নেই এই ম্যাচে আসল পরীক্ষা দিতে হবে ভারতকে। কারণ, আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টগুলোতে ভারতের চেয়ে অজিদের রেকর্ড অনেক ভালো। চলুন তাহলে সেসব রেকর্ডে চোখ বুলিয়ে নেওয়া যাক।

চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স যেমন:

::২০০৪ আসর::
> ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল: অস্ট্রেলিয়ার ৬ উইকেটে হার।

আরো পড়ুন:

বেড়েছে ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি

মেজাজ হারালেন শান্ত, বড় হারে আবাহনীর শুরু

:: ২০০৬ আসর ::
> নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল: অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী।
> ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

:: ২০০৯ আসর ::
> পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।
> নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনাল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।

চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বে ভারতের পারফরম্যান্স যেমন:

:: ২০০০ সালের আসর ::
> অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়াার্টার ফাইনাল: ভারত ২০ রানে জয়ী।
> দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল: ভারত ৯৫ রানে জয়ী।
> নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনাল: ৪ উইকেটে হার।

:: ২০০২ আসর ::
> দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল: ভারত ১০ রানে জয়ী।

:: ২০১৩ আসর ::
> শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল: ভারত ৮ উইকেটে জয়ী।
> ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল: ভারত ৫ রানে জয়ী।

:: ২০১৭ আসর ::
> বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল: ভারত ৯ উইকেটে জয়ী।
> পাকিস্তানের বিপক্ষে ফাইনাল: ১৮০ রানে হার।

ভারত ও অস্ট্রেলিয়া আইসিসির বিভিন্ন ইভেন্টে এ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ৪ বারের মুখোমুখিতে অস্ট্রেলিয়া জিতেছে ৩ বার, ভারত ১ বার। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে দল দুটি একবার মুখোমুখি হয়েছিল। সেখানে ভারত জিতেছিল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা একবার মুখোমুখি হয়েছিল। সেখানে অস্ট্রেলিয়া জিতেছিল।

উপরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে এটা বলা যায় যে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ধুন্ধুমার একটি ম্যাচ মঙ্গলবার উপভোগ করতে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ম ফ ইন ল আইস স উইক ট

এছাড়াও পড়ুন:

মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি

এবারের চ্যাম্পিয়নস ট্রফিই হবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জন্য শেষ—এমন একটা সম্ভাবনা মোটামুটি প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল। তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও অবসর নিয়ে নিজেদের কোনো ভাবনার কথা জানাননি সাবেক দুই অধিনায়ক। চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল বেশ খারাপ।

আরও পড়ুনবদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম১ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে মুশফিক শূন্য ও ২ রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে মাহমুদউল্লাহ ফিরেছেন ৪ রান করে। তাঁদের অবসর নিয়ে কথাবার্তা তাই আরও বেশি হচ্ছে।

এ নিয়ে কোনো আলাপ হয়েছে কি না, জানতে চাওয়া হয় আজ বোর্ড সভার পর। জবাবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘অবশ্যই। ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব—ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ হবে।’

বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন

সম্পর্কিত নিবন্ধ

  • ক্রিকেটারদের বেতন–ম্যাচ ফি বাড়ছে, টেস্ট ক্রিকেটারদের ‘একটু বেশি’
  • মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিবি, থাকছেন
  • মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি
  • ইফতেখারের অলরাউন্ড পারফরম‌্যান্সে মোহামেডানের হোঁচট
  • স্বপ্নের ঘোরে নেইমার, জাগাতে নিষেধ
  • নিউজিল্যান্ডের অনেক কিছু পাওয়ার ম্যাচ
  • সামনের দশকেই শিরোপা জেতবে আফগানরা: স্টেইন 
  • ইংল্যান্ড হারলে বাড়তি কত টাকা পাবে বাংলাদেশ?
  • ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলেরন শান্ত-মুশফিকরা