বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের গাড়িতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিয়েছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার ভূঁইয়ার দিঘি নামের স্থানে ফেনী-নোয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে অক্ষত আছেন বিএনপি নেতা ফারুক।

জয়নুল আবেদিন ফারুক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভোরে সাহ্‌রি খেয়ে তিনি তাঁর গ্রামের বাড়ি সেনবাগের ইয়ারপুরের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে সাতটার দিকে ফাঁকা রাস্তা দিয়ে তাঁকে বহনকারী গাড়িটি চলছিল। এরই মধ্যে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান হঠাৎ তাঁর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাঁর গাড়িটি ডান পাশের পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জয়নুল আবেদিন ফারুক জানান, দুর্ঘটনায় অল্পের জন্য তিনি রক্ষা পেলেও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা সামান্য আঘাত পেয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফাঁকা রাস্তায় এমন দুর্ঘটনায় তিনিও হতচকিত হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর পরই আশপাশের লোকজন কাভার্ড ভ্যানটি আটক করেছে। পরে খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের গাড়িকে কাভার্ড ভ্যান চাপা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক টহলে থাকা পুলিশ ঘটনাস্থলে যায়। কাভার্ড ভ্যানটি স্থানীয় লোকজন আটক করে। পরে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় সেটি ছেড়ে দেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন ব এনপ জয়ন ল

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান।

স্টিফেন ডুজারিক গতকাল রাতে সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আন্তোনিও গুতেরেস বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে প্রতি সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

গত মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।

ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু পদক্ষেপ নিয়েছে। ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ গতকাল বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ