রিজওয়ানের নেতৃত্ব নিয়ে আমির, ‘ফেরারি থেকে এখন রিকশা’
Published: 3rd, March 2025 GMT
আরেকটি আইসিসি টুর্নামেন্ট, পাকিস্তানের আরেকটি ব্যর্থতা। এরপর যা হওয়ার কথা সেটাই হচ্ছে; পাকিস্তান ক্রিকেট বোর্ড, দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ ও অধিনায়কের দিকে ছুটে যাচ্ছে সমালোচনার তীব্র তির! চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির কারণ অনুসন্ধান করতে গিয়ে দলটির সাবেক ক্রিকেটারদের কেউ দুষছেন ক্রিকেট বোর্ডকে, কেউ কোচ আকিব জাভেদকে বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করছেন, কেউ আবার দায় দিচ্ছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে।
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমিরই যেমন পাকিস্তানের ভরাডুবির পেছনে রিজওয়ানের নেতৃত্বের সমস্যা খুঁজে পেয়েছেন। বাবর আজমকে সরিয়ে গত বছরের অক্টোবরে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব দেওয়া হয় রিজওয়ানকে। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান। তবে টি–টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও সিরিজ হেরেছে তারা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে।
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমির.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জওয় ন
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক এ বৈঠক দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আলোচনা হয়। খবর-বাসস
এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।’
প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।