বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের বেতন বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বেড়েছে ম্যাচ ফিও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভায় ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
সোববার (০৩ মার্চ) বোর্ড মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
সংবাদ সম্মেলনে বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে ফাহিম বলেন, “পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা ধরে রাখতে চাই।”
আরো পড়ুন:
বিসিবির বোর্ড মিটিং
কেন্দ্রীয় চুক্তি, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতনবৃদ্ধিসহ আসছে যে সব সিদ্ধান্ত
জয় শাহের সাথে সাক্ষাতের পর পাকিস্তান যাবেন ফারুক
এদিন ২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামও চূড়ান্ত করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে বৃদ্ধিকৃত বেতন পাবেন চুক্তিতে থাকা ক্রিকেটাররা। তবে কত শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে কিংবা ম্যাচ ফি কত শতাংশ বাড়ানো হয়েছে তা জানায়নি বোর্ড।
চুক্তিতে থাকা ক্রিকেটারদের সংখ্যা কতো এই ব্যাপারেও বোর্ড গোপনীয়তা রক্ষা করছে। ফাহিম বলেন, “এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না। একটা সংখ্যা আছে। তবে সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত।”
এর আগে গত বছর ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও পিছু হটে নাজমুল হাসান পাপনের বোর্ড। সেবার শেষ পর্যন্ত পারফরম্যান্স অনুযায়ী ক্রিকেটারদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে সবশেষ ২০২০ সালে বাড়ানো হয়েছিল ম্যাচ ফি। সেবার ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে টেস্টে ম্যাচ ফি হয়েছিল ৬ লাখ টাকা, ওয়ানডেতে ২ লাখ থেকে ৩ লাখ, আর টি-টোয়েন্টিতে ১ লাখ ২৫ হাজার থেকে ২ লাখ টাকা। বর্তমানে চার বছর আগে বাড়ানো অর্থই পাচ্ছেন ক্রিকেটাররা।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শ্যামনগরে জামায়াত নেতাকর্মীদের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত
সাতক্ষীরার শ্যামনগরে সংবাদ সংগ্রহের সময় তপন কুমার বিশ্বাস ও সাহেব আলী নামে দুই সাংবাদিককে জামায়াত নেতাকর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুর একটার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি নীলডুমুর এলাকায় ঘটনাটি ঘটে। সুন্দরবন থেকে মধু সংগ্রহ নিয়ে বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গেলে তারা এমন ঘটনার শিকার হন। তপন কুমার এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি। সাহেব আলী দৈনিক প্রবর্তন পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
তপন কুমার জানান, সম্প্রচার হওয়া একটি সংবাদ নিয়ে বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম ক্ষুব্ধ ছিলেন। সোমবার বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে নীলডুমুর রেঞ্জ কার্যালয়ে গেলে নজরুল ইসলামসহ ১০ থেকে ১২ জন তাদের লাঞ্চিত করেন। এ সময় বুড়িগোয়ালীনির ৮ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা আব্দুল জলিল মেম্বর, দিদারুল ও হাফেজ শহিদুল ইসলাম ধাক্কা দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ তাদের মারধর করতে উদ্যত হন। অন্য সংবাদকর্মীরা এগিয়ে গেলে তাদের সঙ্গেও দিদারুল, জলিলরা দুর্ব্যবহার করেন বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম জানান, মানহানিকর একটি নিউজ নিয়ে সমস্যা হলেও বিষয়টি ঊর্ধ্বতন নেতারা দেখছেন। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেননি দাবি করে তিনি বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি আগের একটি বিষয় নিয়ে উত্তেজিত হওয়ার চেষ্টা করলেও তিনি নিবৃত্ত করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জানান, উপজেলা জামায়াতের আমির ঘটনাটি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।