আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক: স্বরাষ্ট্র সচিব
Published: 3rd, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, জুলাইয়ের আগে প্রতিমাসে ১০টি খুন হলেও, গত তিন মাসে শুধু তিনটি খুনের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র সচিব জানান, রাজধানী ঢাকার নিরাপত্তা ও ছিচকে ঘটনা প্রতিরোধে এখন জোর দিচ্ছে পুলিশ। যেসব এলাকায় ভালো অবস্থা সেখানে টহল কমিয়ে যেখানে সংকট আছে সেখানে টহল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট নাম থাকবে না, সে রকম কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ছুটির দিনেও বসে নেই। ১২-১৪ ঘণ্টা কাজ করছে বাহিনীর সদস্যরা। রোজা এবং ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
এম জি
.
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
টঙ্গির মাজার বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬০
টঙ্গির মাজার বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা মাদকবিক্রেতা, মাদকসেবী ও অন্যান্য অপরাধী বলে জানানো হয়েছে। এদের কাছ থেকে নগদ টাকা, মাদক ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।
শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যৌথবাহিনীর সহায়তায় টঙ্গির মাজার বস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনাসদস্যরা, র্যাব, জিএমপি পুলিশ অংশ নেয়। তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, “অভিযানকালে মাদক বিক্রি, সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নগদ অর্থ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে এই অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/রেজাউল/টিপু