কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক
Published: 3rd, March 2025 GMT
কুমিল্লার আদর্শ সদর উপজেলা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বেলা দুইটার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন–১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আটক ভারতীয় নাগরিকের নাম শাওন কর্মকার (৩৭)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার কাশিপুর মিশন রোড এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রোববার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন গোলাবাড়ি পোস্টের পাশে সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানিনগর এলাকায় বিজিবির টহল দল ভারতীয় নাগরিক শাওন কর্মকারকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ব্যক্তিগত একটি আধার কার্ড, একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড ও একটি স্টেট ব্যাংক ক্ল্যাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক শাওন কর্মকারকে রাতেই কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে বিজিবি। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
এদিকে আজ দুপুরে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন–১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৫০ লাখ ৪০ হাজার ৪৯৫ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মেহেদি, সিগারেট ও আতশবাজি উদ্ধার করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রব শ
এছাড়াও পড়ুন:
যমুনা তীরের বালু বিক্রি ভাঙনের শঙ্কা
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীর তীরের বালু তুলে অবাধে বিক্রি করছে প্রভাবশালী ব্যক্তিরা। এতে নদীতে পানি বাড়লে ওই সব এলাকা নদীতে বিলীন হয়ে যাবে বলে এলাকাবাসীর শঙ্কা।
স্থানীয়রা জানান, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা কাউকে তোয়াক্কা না করে নদীর তীর থেকে অবৈধভাবে দিন-রাত এ বালু বিক্রি করছেন। এভাবে বালু বিক্রি করায় হুমকির মুখে পড়েছে প্রায় ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও নদীর তীরবর্তী এলাকার মানুষের ঘরবাড়ি।
নাম প্রকাশ না করার শর্তে নদী তীরবর্তী এলাকার কয়েকজন জানান, উপজেলার যমুনা তীরের রৌহা ও বাগুলি এলাকায় বালু তুলে বিক্রি করা হচ্ছে। এ বালু বিক্রি করছেন লেবু শেখসহ ছয়-সাতজন প্রভাবশালী ব্যক্তি। নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু বিক্রি করলেও যেন দেখার কেউ নেই।
এলাকার আরিফ শেখ, হেলাল উদ্দিনসহ কয়েকজন জানান, বালু ব্যবসায়ীরা এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস পান না। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো ও হয়রানি করা হয়। এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত শাহিনুর শেখ বলেন, এলাকার অনেককে ম্যানেজ করে নদী থেকে বালু তুলে বিক্রি করা হচ্ছে। প্রশাসন এলে বালু তোলা বন্ধ রাখতে হয়। প্রশাসন অভিযানে আসার আগেই তারা অগ্রিম সংবাদ পেয়ে থাকেন। এ কারণে তাদের তেমন ঝামেলা হয় না। সংবাদ প্রকাশ না করার জন্য তারা কয়েকজন সাংবাদিককেও কিছু টাকা মাসোহারা দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান আলম বলেন, অবৈধভাবে বালু তুলে বিক্রির বিষয়টি তাঁকে কেউ জানায়নি। নদী থেকে কেউ বালু বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে চার-পাঁচবার অভিযান চালিয়ে বালু তোলার ড্রেজার ও ড্রেজারের পাইপ ভেঙে ফেলা হয়েছে। তাদের অভিযান চলছে।