সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে পাশে থাকব: ইইউ কমিশনার
Published: 3rd, March 2025 GMT
কালো দেয়াল মানেই একটি সমাজের নীরবতার প্রতিচ্ছবি। বাংলাদেশের তরুণেরা সেই দেয়াল রাঙিয়ে দিয়েছেন। তরুণদের সেই শিল্পগুলো নীরবতা পালনে অস্বীকৃতির সাক্ষ্য। প্রতিটি শিল্পকর্মই স্বাধীনতার সপক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর। তাই গণতান্ত্রিক উত্তরণে সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আজ সোমবার সকালের রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন পার্কে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইইউর সমতা, প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার আদজা লাবিব এ মন্তব্য করেন। ঢাকায় ইইউ দূতাবাস ওই অনুষ্ঠানের আয়োজন করে।
আদজা লাবিব বলেন, ‘শিল্প মানেই স্বাধীনতা। কালো দেয়াল একটি সমাজের নীরবতার প্রতিফলন। সেই দেয়ালকে আপনারা রাঙিয়ে দিয়েছেন। দেয়ালগুলো বলছে: আপনারা নীরবতা পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্রতিটি শিল্পকর্মই স্বাধীনতার সপক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর।’
গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের সংস্কারের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়ে বেলজিয়ামের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আদজা লাবিব বলেন, সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের আকাঙ্ক্ষার প্রতি তিনি ও ইইউ পাশে রয়েছে। তিনি বলেন, ‘মানবাধিকার এবং গণতন্ত্র হচ্ছে বাংলাদেশ-ইইউ সম্পর্কের মূল ভিত্তি। গত বছর জুলাই-আগস্টে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সহিংসতা সবাই দেখেছি। কিন্তু আমি এটা আবিষ্কার করেছি যে জুলাই মাসে ৩১ দিনে শেষ হয়নি, তা শেষ হয়েছে ৩৬-এ। এই বইয়ের শক্তিশালী শিল্পকর্মগুলো ৫ আগস্ট বা ৩৬ জুলাই শুরু হওয়া রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ধারণ করেছে।’ তিনি আরও বলেন, তরুণেরা সৃজনশীলভাবে তাদের দৃঢ় সংকল্প প্রকাশ করতে গিয়ে বলছেন, রাজনৈতিক পরিবর্তন অর্জিত হওয়ার আগে জুলাইয়ের পরিসমাপ্তি সমীচীন হবে না। বইয়ের শক্তিশালী শিল্পকর্মগুলো দমন-পীড়নের ভয়াবহতা এবং গণতান্ত্রিক উত্তরণে দেশের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে।
আদজা লাবিব বলেন, স্ট্রিট আর্টগুলোতে ট্র্যাজেডির প্রতিচ্ছবি রয়েছে। বিচার ও জবাবদিহির জন্য গর্ব ও আকাঙ্ক্ষাও আছে। এর আবেদনকে নির্দিষ্ট সময়ে আটকে রাখা যাবে না। কারণ, এতে মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের অধিকার, মানুষের জীবনের মূল্যবোধের কথা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘এই শিল্পকর্মগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের সাহস ও প্রত্যয়কে উদ্যাপন করি।’
বাংলাদেশের প্রতি ইইউর সমর্থনের কথা উল্লেখ করে আদজা লাবিব বলেন, ‘আমরা বাংলাদেশের একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য মানবিক উন্নয়ন এবং ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশের সঙ্গে ইইউর অংশীদারত্ব একটি কৌশলগত সিদ্ধান্ত এবং দুই পক্ষের অভিন্ন মূল্যবোধের কারণে গড়ে উঠেছে। ফলে বাংলাদেশে ইইউর সমর্থনের ওপর আস্থা রাখতে পারে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ব ব বল ন শ ল পকর ন রবত
এছাড়াও পড়ুন:
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার।
এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।