রূপগঞ্জে ফেন্সিডিল.মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Published: 3rd, March 2025 GMT
রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকার কানাবাড়ি থেকে ফেন্সিডিল, বাংলা মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে র্যাব-১ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকা থেকে ৫০বোতল ফেন্সিডিল ও ১০বোতল বাংলা মদসহ মাদক কারবারি অপু দাসকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। সে পিতলগঞ্জ মনিপাড়া গ্রামের নারায়ণ দাসের ছেলে।
এছাড়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তরপাড়া এলাকার কানাবাড়ি থেকে মাদক কারবারি সাব্বির আহমেদ (২২) কে ১৬পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় মাদকের কারবার করে আসছে বলে অভিযোগ রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ গ র প ত র কর র পগঞ জ
এছাড়াও পড়ুন:
অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ
জরুরি অবস্থার জেরে অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করেছেন সাংবিধানিক আদালত।
শুক্রবার (৪ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে আইন প্রণেতাদের দ্বারা অভিশংসিত হওয়ার পর ইউনকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করা হবে কি-না তা নির্ধারণের জন্য আদালত কয়েক সপ্তাহ ধরে অভিশংসন শুনানি করে। পরে আজ প্রেসিডেন্টের অভিশংসন মামলার রায় ঘোষণা করা হয়।
ইউনই প্রথম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যিনি সামরিক আইনের জারি করে বিদ্রোহের অভিযোগে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন।
গত ৩ ডিসেম্বর ইউন সামরিক আইন ঘোষণা করে। এরপর থেকে দেশটির রাজনৈতিক মাঠ উত্তাল ছিল।
বিস্তারিত আসছে…
ঢাকা/ইভা