সিদ্ধিরগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ৮০৫ কেজি পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন সরবারহের কাজে ব্যবহৃত একটি মিনি মিনি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন-২৩-১৮২৪) জব্দসহ এর  চালক মো. ফারুক (২৮) ও সহযোগী মো. রফিক মিয়াকে আটক করে পুলিশ।

রবিবার (২ মার্চ) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মাদানী নগর মাদ্রাসা সংলগ্ন আলামিন গার্মেন্টসের সামনে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় ওই কাভার্ডভ্যানে বোঝাইকৃত পরিবেশ দূষণকারী নিষিদ্ধ ওই পলিথিন বোঝাই জব্দ করা হয়।

আটককৃত মো.

ফারুক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের মো. মনির হোসেন খানের ছেলে। সহযোগী মো. রফিক মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জাগিরপাড়া এলাকার মো. আবদুর রহিমের ছেলে।

জব্দকৃত গাড়িতে ২ হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯২ হাজার ৭শ’ টাকা।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ দ ষণক র পর ব শ

এছাড়াও পড়ুন:

ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে। 

রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকা গৃহবধূকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।

স্বর্ণালী নামে স্থানীয় এক নারী জানান, রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নারীর। এই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী কলেজের শিক্ষক। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার হঠাৎ খবর পাওয়া যায় রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে ওই নারীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেলের সঙ্গে ওই নারীর ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় ওই গৃহবধূর সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা গৃহবধূকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ