রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের লক্ষ্যটা আহামরি বড় ছিল না। ৫০ ওভারে তাদের করতে হতো ২১৭ রান। কিন্তু মাঝারিমানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

শুরুর ৪ উইকেট হারায় ২৩ রানে। পঞ্চম উইকেট যায় ৭৩ রানে। সেখান থেকে শুরু হয় তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। আর সেই লড়াইয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শামীম হোসেন পাটোয়ারী। সাতে নেমে ৯৮ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন শামীম। তার ক্রিজে যাওয়ার পর প্রাইম ব্যাংক আরো দুই উইকেট হারায়। ১১৩ রানে নেই তাদের সাত ব্যাটসম্যান।

খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ১০৭ রানের জুটি গড়েন শামীম। যেখানে খালেদ ৩৭ বল খেলে ২টি করে চার ও ছক্কায় ২৮ রান যোগ করেন। বাকিটা আসে শামীমের ব্যাট থেকে। উইকেটের চারিপাশে শট খেলে শামীম দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে সেঞ্চুরির খুব কাছাকাছি চলে যান। মাত্র ২ রানের জন্য তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। ৮৩ বলে ১০ চার ও ৪ ছক্কায় শামীম তার ইনিংসটি সাজান।

আরো পড়ুন:

ইফতেখারের অলরাউন্ড পারফরম‌্যান্সে মোহামেডানের হোঁচট

‘ছাড় দিয়ে’ ঢাকা লিগে ক্রিকেটাররা

এর আগে ইনিংসের শুরুতে নাঈম শেখ ও সাব্বির হোসেন রানের খাতা খোলার আগে আউট হন। জাকির হাসান ২ ও অধিনায়ক ইরফান শুক্কুর ৪ রানে বিদায় নেন। নাজমুল অপু ২১ বলে ২৬ করে আউট হলেও চারে নামা শাহাদাত ৩৯ বলে ৫৪ রান করে কিছুটা আশার আলো দেখান। কিন্তু তার বিদায়ের পর শামীম পুরো একা হয়ে যান। লেজের ব্যাটসম্যান খালেদকে সঙ্গে নিয়ে বেশ ভালোভাবেই বাকি পথটা পাড়ি দেন।

রূপগঞ্জ টাইগার্সের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন ফাহাদ হোসেন ও হাবীব মেহেদী।

এর আগে আরাফাত সানী ও নাহিদুল ইসলামের স্পিন ঘূর্ণিতে রূপগঞ্জ টাইগার্স বেশিদূর যেতে পারেনি। প্রাইম ব্যাংকের দুই স্পিনার ৩টি করে উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রূপগঞ্জ আগে ব্যাটিং করতে নেমেও সুবিধা করতে পারেনি। ৪৮.

৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ২১৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন আব্দুল মজিদ। ৪৭ রান আসে তানভীর হায়দারের ব্যাট থেকে।

২ রানের জন্য শামীমের সেঞ্চুরির আক্ষেপ থাকলেও দলকে জিতিয়ে হাসি ফুটেছে তার মুখে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

প্রেমের সম্পর্ক নিয়ে নতুন তথ্য দিলেন মাহি

গেল কয়েক বছরে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন সামিরা খান মাহি। সম্প্রতি একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। সমালোচনার মুখেও পড়তে হয়েছে একাধিকবার। বৃহস্পতিবার হঠাৎ মাহি জানান, প্রেমের সম্পর্ক ভেঙে গেছে তার। এরপর থেকেই সরগরম সোশ্যাল মিডিয়া। সেই প্রেম নিয়ে আবারও মুখ খুললেন মাহি। জানালেন সম্পর্ক ভাঙেনি।

সামিরা খান মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমার আর সাদাত সাফি নাবিলের সম্পর্ক ঠিক আছে। সব সম্পর্কেই ঝামেলা হয়, সেগুলো আবার ঠিকও হয়ে যায়। আমি কিন্তু কোথাও বলিনি, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। একটা স্ট্যাটাস দিয়েছিলাম শুধু যে, বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটাকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে।’

বৃহস্পতিবার ইন্সটাগ্রামে মাহি লেখেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রলড হওয়ার কষ্ট, বোনের বিয়ের দায়িত্বের চাপ, আর নিজের সম্পর্কের টানাপোড়েন-সব মিলিয়ে ভিতরটা একেবারে খালি খালি লাগছে। সত্যি বলতে, খুব ক্লান্ত, খুবই এলোমেলো লাগছে নিজেকে। আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।’

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়। জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, জীবন সবসময় সাজানো-গোছানো আর নিখুঁত হয় না।’

সম্পর্কিত নিবন্ধ