চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাতপরিচয়ের এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকায় আনোয়ারা-বাঁশখালী আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়কের পাশে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাঁর  পরিচয় শনাক্ত করতে না পারায় পুলিশে খবর দেয়। পরে আনোয়ারা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আনোয়ারা সার্কেলের সহকারী কমিশনার সোহানুর রহমান সোহাগ ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মনির হোসেন। 

ওসি মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যা করে রাতে গাড়িতে করে মরদেহ সড়কের পাশে রেখে চলে গেছে। মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক র প শ

এছাড়াও পড়ুন:

অস্কারে যত কাণ্ড

শন বেকার
পর্দায় প্রান্তিক মানুষের গল্প
অনেক দিন যৌনকর্মী ও পর্নো তারকাদের নিয়ে গবেষণা করেছেন শন বেকার। তাঁর সিনেমায় তাই বারবার উঠে আসে যৌনকর্মীদের গল্প, আর আসে অভিবাসী মানুষের কথা। এ প্রসঙ্গে গত বছর কানে পুরস্কার জেতার পর শন বলেন, ‘তাঁরা (যৌনকর্মীরা) আমাদের সবাইকে মুগ্ধ করেন।’ ২০০০ সালে ‘ফোর লেটার ওয়ার্ডস’ দিয়ে পরিচালনা শুরু করেন শন, ২৫ বছর পর এসে জিতলেন সেরা নির্মাতার অস্কার। পুরস্কার জয়ের পর প্রেক্ষাগৃহের জন্য আরও সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে শন বলেন, ‘আমরা কোথায় সিনেমার প্রেমে পড়ি? অবশ্যই প্রেক্ষাগৃহে।’ শনের হাতে পুরস্কার তুলে দেন নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো। এই কোয়েন্টিনের সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’-এ মাইকি ম্যাডিসনকে দেখেই ‘আনোরা’ করার সিদ্ধান্ত নেন শন। তাই নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শন বলেন, ‘কোয়েন্টিন যদি ছবিতে ম্যাডিসনকে না নিতেন, তাহলে “আনোরা” হতো না।’

অস্কার হাতে মাইকি ম্যাডিসন। রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ