কৃষককে বাড়িতে ঢুকে কোপালেন যুবলীগ নেতা
Published: 3rd, March 2025 GMT
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফোরকান বিশ্বাস (৭০) নামের এক কৃষককে বাড়িতে ঢুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামে এ হামলা হয়। এ ঘটনার জন্য স্বজনেরা ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার ও তাঁর লোকজনকে দায়ী করেছেন। বর্তমানে আহত ফোরকান বিশ্বাস ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ফোরকান বিশ্বাসের নাতনি লামিয়া বেগম বলেন, সোমবার সকাল ১০টার দিকে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ তাদের বাড়িতে হামলা করে। এদের মধ্যে যুবলীগ নেতা সুমন সরদার, তার ভাতিজা ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি সরদার, রাসেল গাজী, মহিবুল্লাহ গাজীকে চিনতে পেরেছেন। তারা বাড়ি ভাঙচুর শুরু করলে এতে বাধা দেন ফোরকান বিশ্বাস। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
লামিয়ার বোন পিয়ারা বেগমের ভাষ্য, হামলা করেই থামেনি সন্ত্রাসীরা। তাঁর ঘর থেকে নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। হামলার পর ফোরকান বিশ্বাস অজ্ঞান হয়ে পড়েন। এলাকাবাসীর সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ অভিযোগ অস্বীকার করেন ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার। তাঁর দাবি, তিনি বা তাদের কোনো লোক এ হামলার সঙ্গে জড়িত নন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ারের ভাষ্য, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাননি; পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বল গ ন ত য বল গ সরদ র
এছাড়াও পড়ুন:
ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী
টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকা গৃহবধূকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।
স্বর্ণালী নামে স্থানীয় এক নারী জানান, রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নারীর। এই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী কলেজের শিক্ষক। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার হঠাৎ খবর পাওয়া যায় রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে ওই নারীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেলের সঙ্গে ওই নারীর ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় ওই গৃহবধূর সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা গৃহবধূকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।