জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ সোমবার তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

একই অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তাঁর স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে মামলা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, মো.

আক্তারুজ্জামানের বিরুদ্ধে ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

আর আকাশ কুমার ভৌমিকের বিরুদ্ধে ১৪ কোটি ৯৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তাঁর স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার সূর্যোদয়ের পর এই অনুষ্ঠান শুরু হয়। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে এবারের বর্ষবরণের অনুষ্ঠান।

বিস্তারিত আসছে....

সম্পর্কিত নিবন্ধ