ঢাকার পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (এনসিএস)।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্মাণাধীন এই স্টেডিয়ামের ডিজাইন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকার আদলে করা হয়েছিল। বিসিবির নতুন সভাপতি হয়ে ফারুক আহমেদ জানান, নৌকার আকৃতিতে স্টেডিয়াম নির্মাণ করা হবে না। এবার বদলে গেল স্টেডিয়ামের নামও।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অস্কারে যত কাণ্ড
শন বেকার
পর্দায় প্রান্তিক মানুষের গল্প
অনেক দিন যৌনকর্মী ও পর্নো তারকাদের নিয়ে গবেষণা করেছেন শন বেকার। তাঁর সিনেমায় তাই বারবার উঠে আসে যৌনকর্মীদের গল্প, আর আসে অভিবাসী মানুষের কথা। এ প্রসঙ্গে গত বছর কানে পুরস্কার জেতার পর শন বলেন, ‘তাঁরা (যৌনকর্মীরা) আমাদের সবাইকে মুগ্ধ করেন।’ ২০০০ সালে ‘ফোর লেটার ওয়ার্ডস’ দিয়ে পরিচালনা শুরু করেন শন, ২৫ বছর পর এসে জিতলেন সেরা নির্মাতার অস্কার। পুরস্কার জয়ের পর প্রেক্ষাগৃহের জন্য আরও সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে শন বলেন, ‘আমরা কোথায় সিনেমার প্রেমে পড়ি? অবশ্যই প্রেক্ষাগৃহে।’ শনের হাতে পুরস্কার তুলে দেন নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো। এই কোয়েন্টিনের সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’-এ মাইকি ম্যাডিসনকে দেখেই ‘আনোরা’ করার সিদ্ধান্ত নেন শন। তাই নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শন বলেন, ‘কোয়েন্টিন যদি ছবিতে ম্যাডিসনকে না নিতেন, তাহলে “আনোরা” হতো না।’