ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই জন বাংলাদেশি নারীকে আট করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) পতাকা বৈঠকের মাধ্যেমে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই দুই নারী হলেন—বরিশালের উজিরপুর থানার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের নুরুল হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) এবং নড়াইল জেলার কালিয়া থানার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।

সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন দুই বাংলাদেশি নারী। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে বিজিবিকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিএসএফ। দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে আটক দুই জনকে হস্তান্তর করা হয়। 

পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তে সুসম্পর্ক বজায় রাখতে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে বিজিবি ও বিএসএফ।

ঢাকা/সোহাগ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ

এছাড়াও পড়ুন:

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। তবে স্থানীয় একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এ ব্যাপারে বিজিবির দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। নিহত যুবক হলেন কসবার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে আল আমীন (৩২)।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কসবার পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন যুবককে লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে বিএসএফ। এতে আল আমীন নামে এক যুবক আহত হয়। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের হাসপাতালে নিয়ে যায়। সেখানে শুক্রবার রাত ৯টায় মারা যান তিনি। মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদির ও কসবার বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা আল আমীন নামের ওই যুবকের বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনাটি স্থানীয় বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। তবে এ বিষয়ে বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • বাধার পরও ৬০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ
  • নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ
  • দহগ্রাম সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দিল বিএসএফ
  • ভারতীয়রা সীমান্ত আইন না মানলে আরও কঠোর হবে বিজিবি: ডিজি 
  • বাংলাদেশিকে গুলি করে নিয়ে যায় বিএসএফ, হাসপাতালে মৃত্যু
  • কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত