দল না পাওয়া সেই রাহানে কেকেআরের অধিনায়ক
Published: 3rd, March 2025 GMT
আইপিএলের গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ফর্ম দেখাতে পারেননি আজিঙ্কা রাহানে। ১৩ ম্যাচে ২০.১৭ গড়ে করেছিলেন মাত্র ২৪২ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ৪৫। যে কারণে এবারের আইপিএলের মেগা নিলামে শুরুতে দল পাননি অভিজ্ঞ এই ব্যাটার।
অবিক্রিত থাকার তালিকা থেকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে রাহানেকে দলে নেয় গত মৌসুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এবার ওই রাহানেকেই অধিনায়ক ঘোষণা করেছে দলটি। রাহানের ডেপুটি করা হয়েছে কলকাতার সবচেয়ে দামী ক্রিকেটার ভেঙ্কেটেশ আইয়ারকে। তাকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে নিলাম থেকে পুনরায় দলে নিয়েছে কেকেআর।
তিনবারের চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দেওয়ার বিষয়ে রাহানে বলেন, ‘এটা আমার জন্য গর্বের। কেকেআর আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি। আমি মনে করি, আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। সবার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি এবং শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করবো।’
রাহানে সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দারুণ ব্যাটিং করেছেন। ৫৮.
গত মৌসুমে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শিরোপা জিতেছে কেকেআর। তিনি এবার ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে খেলবেন। গত মৌসুমে কেকেআরের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি এখন ভারতের কোচ। ২২ মার্চ শুরু হওয়া আইপিএল মৌসুমে কলকাতার তাই নতুন করে শুরু করতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক ক আর গত ম স ম ক ক আর
এছাড়াও পড়ুন:
কাতারকে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যবহারের প্রস্তাব প্রধান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মূহাম্মদ ইউনূস কাতারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি কাতারি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল উৎসর্গ করার প্রস্তাব দিয়েছেন, যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানাও স্থাপন করা যেতে পারে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ড. সাওদ বিন আবদুলরহমান আল থানির আমন্ত্রণে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক ও প্রীতিভোজে অংশ নেন তিনি। সেখানে তিনি কাতারি শিল্প উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সহজতর করার এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদানের প্রস্তুতির কথা জানান।
তিনি কাতারের নিরাপত্তা বাহিনীতে ৭২৫ জন বাংলাদেশি সৈন্য নিয়োগের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এ নিয়োগ আরো সম্প্রসারণের আহ্বান জানান।
পরে লুসাইল সিটিতে কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গে পৃথক বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বাংলাদেশের পরিবহন, ব্যাংকিং এবং আতিথেয়তা খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অর্থনৈতিক ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।”
বিকেলে উপ-প্রধানমন্ত্রী হামাদ বিন আব্দুলআজিজ আল-কাওয়ারীর আমন্ত্রণে চা-চক্রে যোগ দেন তিনি। সেখানে মানবসম্পদ সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সকালে তিনি রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিগুণ প্রচেষ্টার আহ্বান জানান।
বৈঠকে কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনত হামাদ আল থানি বক্তব্য দেন এবং শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।
ঢাকা/হাসান/এনএইচ