মাদারীপুরে পিকআপকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
Published: 3rd, March 2025 GMT
মাদারীপুরে পিকআপকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে মরিয়ম বিবি (৫৫) নামে একজন বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার অংকুর অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বিবি সমাদ্দার এলাকার আজিজুল সরদারের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পপুলার পরিবহন নামে একটি যাত্রীবাহী লোকাল বাস মাদারীপুর থেকে টেকেরহাট যাচ্ছিলো। পথিমধ্যে সমাদ্দার এলাকার অংকুর অফিসের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয় এবং কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
সাবলু নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, পিকআপটিকে একটি সাকুরা পরিবহনের বাস ওভারটেক করে চলে যায়। এসময় লোকাল বাসটি চাপ খেয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাসটি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ডানে মোড় দিলে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
মাদারীপুর সদর উপজেলার ফায়ার সার্ভিসের অফিসার সফিক বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছি এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। এক নারীর মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।”
ঢাকা/বেলাল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেন ট্রলের শিকার হচ্ছেন সৌরভের স্ত্রীর ডোনা গাঙ্গুলী
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী পুলিশের কাছে অভিযোগ করে বলেছেন, তাঁর ওর তাঁর পরিবারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা রটানো হচ্ছে। একজন নারী ইউটিউবার সামাজিক মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দিয়েছেন।
কলকাতা পুলিশ বলেছে, ডোনার গাঙ্গুলীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
গত সপ্তাহে ডোনা যে অভিযোগ দায়ের করেন তাতে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে কলকাতার একজন স্ব-ঘোষিত ‘ইনফ্লুয়েন্সার’ গাঙ্গুলী পরিবারের বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন। ওই ইউটিউবার বলেছেন, গাঙ্গুলী পরিবার একজন অসুস্থ সবজি বিক্রেতার প্রতি অবহেলামূলক আচরণ করেছেন। এই প্রতিবেদনে ওই ইউটিউবার গাঙ্গুলী পরিবারের বাড়ি এবং গাড়ির ছবি দিয়েছেন।
পুলিশ বলেছে, ওই ইউটিউবার গাঙ্গুলী পরিবারের প্রতিবেশী। তিনি যে গাড়িটির ছবি প্রকাশ করেছেন তাতে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো আছে। ডোনা গাঙ্গুলী ওই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন বলেও তিনি দাবি করেছেন।
গাঙ্গুলী পরিবারের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা স্পষ্ট করতে চাই যে, এই ধরনের কোনও এসইউভি এলাকার কেউ ব্যবহার করে না।’
সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডোনা, সৌরভ ও তাদের মেয়েকে দেখা গিয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, ডোনা মুখ্যমন্ত্রীকে টেমস নদীর ধারে তাদের বাড়ি দেখাচ্ছেন।
এ ঘটনায় হয়তো কলকাতায় রাজনীতির রং লেগেছে। মনে করা হচ্ছে, এই পোস্টগুলি ইচ্ছাকৃতভাবে গাঙ্গুলী পরিবারের সুনাম নষ্ট করার জন্য তৈরি করা হয়েছিল।
অন্যদিকে, ওই ইউটিউবার অভিযোগ করেছেন, তিনি টেলিফোনে হুমকি পাচ্ছেন। তিনি তাঁর বিতর্কিত পোস্টগুলো সরিয়ে নিয়েছেন। তবে তিনি এখনো হুমকি পাওয়ার বিষয়ে পুলিশের কাছে কোন অভিযোগ করেননি।
কলকাতা পুলিশের সাইবার সেল এই ঘটনা নিয়ে তদন্ত করেছে।