বন্ধ কোম্পানির অস্বাভাবিক দাম তদন্তের নির্দেশ বিএসইসি’র
Published: 3rd, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ধ কোম্পানির শেয়ার দাম সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়েছে। এর কারণ তদন্তের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্ত করার নির্দেশে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি বিএসইসি’র সার্ভিল্যান্স বিভাগের উপ-পরিচালক মো.
বিএসইসি’র আদেশে বলা হয়েছে, কিছু তালিকাভুক্ত কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কিন্তু সম্প্রতি সেইসব সিকিউরিটিজের লেনদেনে উল্লেখযোগ্য পরিমাণে লেনদেন দেখা যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড ও প্রশাসন) প্রবিধান, ২০১৩ এর ১৬(৩)(সি)(ii) প্রবিধান অনুসারে, ডিএসই ট্রেডিং নিয়ম এবং শৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয়তা লঙ্ঘন তদন্ত করার ক্ষমতাপ্রাপ্ত।
অতএব, ডিএসইকে এই চিঠি জারির ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সন্দেহজনক লেনদেন বা সিকিউরিটিজ আইন লঙ্ঘন সনাক্ত করার জন্য তদন্ত করতে এবং সেইসব সিকিউরিটিজের লেনদেনে যেকোনো পর্যবেক্ষণ/অনুসন্ধান সম্পর্কে কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসকেএস
উৎস: SunBD 24
কীওয়ার্ড: ব এসইস ত কর র ল নদ ন তদন ত
এছাড়াও পড়ুন:
প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত
যশোরের শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) রাত ১০টায় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল হোসেন (২০) এবং একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি নম্বরবিহীন কালো রঙের মোটরসাইকেলে দুই যুবক নাভারণ থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একই দিকে যাওয়া একটি প্রাইভেটকার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরো পড়ুন:
চট্টগ্রামে টানা তিন দিন একই স্থানে দুর্ঘটনা, নিহত ১৬
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষ
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘‘ঘটনার পরপরই প্রাইভেটকার চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে। নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’’
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব