ইংলিশ ‘এফএ’ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবার শেষ ষোলো থেকেই বিদায় নিলো। রোববার (০২ মার্চ, ২০২৫) রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে তাদের টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফুলহ্যাম। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল।

ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে (৪৫+১ মি.

) কালভিন বাসের গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। তবে ৭১ মিনিটে ম্যানইউর ব্রুনো ফার্নান্দেজের গোলে ফেরে সমতা। সেই সমতা নিয়ে শেষ হয় ম্যাচ। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ১-১ গোলের সমতা ভাঙে না। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে এবং সেই ভাগ্য পরীক্ষায় হেরে যায় রেড ডেভিলসরা।

এদিনে নিউক্যাসলকে ম্যাচের অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাইটন। দুই লাল কার্ডের নাটকীয় ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে আলেক্সান্ডার ইসাকের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। তবে ৪৪ মিনিটে ইয়ানকুবা মিনতেহর গোলে সমতা ফেরায় ব্রাইটন। সেই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১৪ মিনিটের মাথায় ড্যানি ওয়েলবেক গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন ব্রাইটনের শেষ আটও।

আরো পড়ুন:

পয়েন্টে শীর্ষে বার্সা, গোলে লেভানডোফস্কি

ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল

ম্যাচের ৮৩ মিনিটে নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন ও ৯০+১ মিনিটে ব্রাইটনের তারিক লাম্পতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দল দুটি দশজন নিয়েই খেলে। সেখানে উতরে যায় ব্রাইটন।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব র ইটন ত সময়

এছাড়াও পড়ুন:

ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

ঈদের রাতে সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেলের বাড়ি বরিশাল। তিনি বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘‘রুবেল দুই মাস হলো বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করে। আজ রাত ১১টার দিকে রুবেলের মোবাইলে একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে। এরপর আমরা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, ‘‘রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে।’’

বুলেটের ক্ষত বলে জানিয়েছেন হরনাথ। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।’’ 

সাব্বির//

সম্পর্কিত নিবন্ধ

  • যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
  • যৌন হয়রানির ভয়ংকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী অঞ্জলি
  • নিষ্প্রভ মেসিতে মায়ামির হার
  • বিরল কাস্তে হাঁসের সন্ধানে
  • ১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে
  • মাইক্রোবাসে গান বাজাতে বাজাতে প্রকৌশলীকে হত্যা 
  • মাইক্রোবাসে গান শুনতে শুনতে প্রকৌশলীকে হত্যা 
  • বন্দরে পঞ্চায়েত কমিটির দ্বন্দ্বে ঈদগায় হলনা ঈদ জামাত  
  • শুধু মা-বাবার নামটুকু বলতে পারছে আহত শিশু আরাধ্য
  • ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা