আরেক হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল, সালমানসহ ৬ জন
Published: 3rd, March 2025 GMT
আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার সকালে এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অপর চারজন হলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
এ ছাড়া মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার, কামরুল ইসলাম, এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে আদালতে হাজির করে তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত তাঁদের প্রত্যেককেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর আগে আজ সোমবার সকাল ১০টার দিকে আনিসুল হকসহ অন্যদের আদালতে হাজির করে পুলিশ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এখন পর্যন্ত বিভিন্ন মামলায় সালমান এফ রহমানের ৫৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৪৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। এর পর থেকে তিনি কারাগারে আছেন। তাঁর ৮৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বছরের ১৮ নভেম্বর গ্রেপ্তার হন কামরুল ইসলাম। বিভিন্ন মামলায় তাঁর ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত বছরের ১৮ অক্টোবর গ্রেপ্তার হন কামাল আহমেদ মজুমদার। তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
গত বছরের ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হন এ কে এম শহীদুল হক। বিভিন্ন মামলায় তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ ওরফে তারাপদ- এর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া দুপুরে স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রম ও ফরিদপুরে শ্রীঅঙ্গনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১ সালের ২ এপ্রিল ৯৩ বছর বয়সে তিনি মারা যান।
১৯২৮ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে জন্ম হয় জগদীশ চন্দ্র ঘোষের। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় তাঁর পরিবার। ওই দিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌরগোপাল ঘোষ ও কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।
জগদীশ চন্দ্র ঘোষ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করতেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাটকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।