ন্যায্য মজুরিসহ নানা দাবিতে শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
Published: 3rd, March 2025 GMT
ন্যায্য মজুরিসহ নানা দাবিতে সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সাভারের উলাইল এলাকার ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিস লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে তাঁরা মহাসড়ক থেকে সরে শুধু ঢাকাগামী সার্ভিস লেনে বসে বিক্ষোভ করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেন। আগামীকাল মঙ্গলবার মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আশ্বাস পেয়ে বেলা পৌনে একটার দিকে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, বিভিন্ন অভিযোগ ও দাবি নিয়ে গতকাল রোববার তাঁরা কারখানার মধ্যে আন্দোলন করেন। কারখানার কর্মকর্তারা আশ্বাস দেন, আজ মালিকপক্ষ কারখানায় এসে বিষয়গুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলবে। আজ সকালে তাঁরা এসে দেখেন, কারখানা বন্ধ রয়েছে। এর প্রতিবাদ জানিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকালে ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিস লিমিটেডের শ্রমিকেরা আন্দোলন করার জন্য আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের ডাকাডাকি করেন। ওই সব শ্রমিক তাঁদের ডাকে সাড়া দেননি। তখন ডায়নামিক কারখানার কয়েকজন শ্রমিক ওই সব কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
আরও পড়ুনকেয়া গ্রুপের দুই কারখানায় ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ১ ঘণ্টা আগেডায়নামিক সোয়েটার কারখানার বিক্ষোভকারী শ্রমিকেদের অভিযোগ, তারা বিভিন্ন ক্যাটাগরির পোশাক তৈরি করেন। কাজের ভিন্নতা অনুযায়ী নির্দিষ্ট হারে তাদের মজুরি দেওয়া হতো। কিন্তু গত কয়েক দিন তাদের প্রতি স্টাইলের কাজে আগে যে মূল্য দেওয়া হতো, এখন সেটার রেট (মূল্য) কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া সকাল ছয়টা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত তাঁদের কাজ করতে হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে শ্রমিকদের দাবি, তাঁরা সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করবেন। এ ছাড়া শ্রমিকদের কারখানা বন্ধের সময় শ্রমিকদের বেসিক ১৩ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও তাঁদের ৭ হাজার ৪০০ টাকা দেওয়া হয়। ঈদ বোনাস ৮ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ৩ হাজার টাকা দেওয়া হয়।
শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসে বেতনের আগে একাধিক বেতন শিটে তাঁদের সই নেওয়া হয়। তাঁদের যে বেতন দেওয়া হয়, তার বেশি বেতন উল্লেখ করে আরেকটি বেতন শিটে তাঁদের সই করানো হয়। এ ছাড়া কারখানার ব্যবস্থপকদের নিয়ে কোনো শ্রমিক যদি প্রতিবাদ জানান, তাহলে তাঁদের কারখানা থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ডায়নামিং সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাস্তা অবরোধ করেছিলেন। তাঁদের বোঝানোর জন্য থানার পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করেছে। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ বসবে—এমন আশ্বাসে শ্রমিকেরা রাস্তা ছেড়ে দিয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ল কপক ষ
এছাড়াও পড়ুন:
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।
রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি শুধু নারায়ণ চন্দ। এ মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় নারায়ণ চন্দ এবং তাঁর স্ত্রী রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রানী চন্দকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।