হাক্কানী পাল্পের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন
Published: 3rd, March 2025 GMT
পুঁজিবাজারে কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প লিমিটেডের এক জন উদ্যোক্তা পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
সোমবার (৩ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
হাক্কানী পাল্প লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহম্মদ গোলাম মোরশেদ এ কোম্পানির ১ লাখ শেয়ার বিক্রি করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বর্তমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি হাক্কানী পাল্প লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানির ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৬টি শেয়ারের মধ্যে থেকে ১ লাখ শেয়ার বিক্রি করার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে সিএসইর মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে কোম্পানির উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করার ঘোষণা দেন।
ঢাকা/এনটি/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টিসিবির সম্মাননা পেল রূপালী ব্যাংক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক। গত বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।
জানা যায়, টিসিবির খাদ্যপণ্য আমদানিতে অর্থায়ন করে থাকে রূপালী ব্যাংক। এ জন্য ব্যাংকটিকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।