ইনজুরির ছোবলে দীর্ঘদিন নিজের সেরা ছন্দে দেখা যায়নি নেইমারকে। তবে সৌদি প্রো লিগ ছেড়ে পুরোনো ঠিকানা সান্তোসে ফিরে যেন পুরনো রূপেই ফিরেছেন তিনি। মাঠে নামতেই চেনা ম্যাজিক দেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তার দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাগাটিনোকে ২-০ গোলে হারিয়েছে সান্তোস।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় সান্তোস। মাত্র ৯ মিনিটেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। চোখ ধাঁধানো সেই শটে ব্রাগাটিনোর গোলরক্ষক কিছুই করতে পারেননি। এরপরও দারুণ সব ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ভীতি ছড়ান তিনি। ৫৬ মিনিটে স্মিডিট দ্বিতীয় গোল করে সান্তোসের জয় নিশ্চিত করেন। নেইমারের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তাকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়।

আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরার পর এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন নেইমার, যার মধ্যে ৬ বারই ছিলেন শুরুর একাদশে। সব মিলিয়ে ৫০৮ মিনিট মাঠে কাটানো নেইমার এরই মধ্যে করেছেন ৩ গোল ও ৩ অ্যাসিস্ট। ৭ ম্যাচের মধ্যে ৪ বার হয়েছেন ম্যাচসেরা।

দীর্ঘ ইনজুরির পর এমন প্রত্যাবর্তনকে স্বপ্নের মতোই মনে হচ্ছে নেইমারের কাছে। ম্যাচের পর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি

এবারের চ্যাম্পিয়নস ট্রফিই হবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জন্য শেষ—এমন একটা সম্ভাবনা মোটামুটি প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল। তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও অবসর নিয়ে নিজেদের কোনো ভাবনার কথা জানাননি সাবেক দুই অধিনায়ক। চ্যাম্পিয়নস ট্রফিতে দলীয় পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল বেশ খারাপ।

আরও পড়ুনবদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম১ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে মুশফিক শূন্য ও ২ রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে মাহমুদউল্লাহ ফিরেছেন ৪ রান করে। তাঁদের অবসর নিয়ে কথাবার্তা তাই আরও বেশি হচ্ছে।

এ নিয়ে কোনো আলাপ হয়েছে কি না, জানতে চাওয়া হয় আজ বোর্ড সভার পর। জবাবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘অবশ্যই। ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব—ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ হবে।’

বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন

সম্পর্কিত নিবন্ধ

  • ক্রিকেটারদের বেতন–ম্যাচ ফি বাড়ছে, টেস্ট ক্রিকেটারদের ‘একটু বেশি’
  • মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিবি, থাকছেন
  • ভারত-অস্ট্রেলিয়া: নকআউট পর্বে কার রেকর্ড কেমন?
  • মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি
  • ইফতেখারের অলরাউন্ড পারফরম‌্যান্সে মোহামেডানের হোঁচট
  • নিউজিল্যান্ডের অনেক কিছু পাওয়ার ম্যাচ
  • সামনের দশকেই শিরোপা জেতবে আফগানরা: স্টেইন 
  • ইংল্যান্ড হারলে বাড়তি কত টাকা পাবে বাংলাদেশ?
  • ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলেরন শান্ত-মুশফিকরা