ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ পেল অস্কার পুরস্কার
Published: 3rd, March 2025 GMT
এবার অস্কারের ৯৭তম আসরে সেরা তথ্যচিত্রের পুরস্কার পেল ইসরায়েলি সাংবাদিক যুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’।
বাংলাদেশ সময় সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার ঘোষণা শুরু হয়। এদিন চার ইসরায়েলি ও ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতার যৌথভাবে নির্মিত তথ্যচিত্রটি অস্কার পুরস্কার জিতে নেয়। তথ্যচিত্রটির নির্মাতাদের মধ্যে রয়েছেন- বাসেল আদ্রা, হামদান বল্লাল, ইউভাল আব্রাহাম, রাচেল সোর।
‘নো আদার ল্যান্ড’ পশ্চিমতীরের মাসাফের ইয়াত্তার একজন তরুণ ফিলিস্তিনি কর্মী আদ্রার গল্প অনুসরণে নির্মিত।
এতে দেখানো হয়, ইসরায়েলি বাহিনীর বহিষ্কারাদেশের বিরুদ্ধে আদ্রার সম্প্রদায় বাঁচা-মরার লড়াই করছে। শৈশব থেকেই আদ্রা সামরিক দখলে তার অঞ্চলে বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত হওয়ার মর্মান্তিক ঘটনা দেখে বড় হয়েছেন। স্বাভাবিকভাবে তার গল্প আর নির্মাণে সেগুলোর প্রভাব স্পষ্ট তাকে নাড়া দিয়েছে।
আদ্রার প্রচেষ্টার প্রতি সমর্থনে এগিয়ে আসেন একজন ইসরায়েলি সাংবাদিক। ওই সাংবাদিক নিজেও ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সাক্ষী। এই বৈষম্যের বিরুদ্ধে যিনি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন।
তথ্যচিত্রটি এর আগে প্রাক-অস্কার পুরস্কার বিভাগে বেশ প্রভাব বিস্তার করে এবং সম্মানিত হয়। এছাড়াও আইডিএ পুরস্কারে সেরা তথ্যচিত্র এবং সেরা পরিচালক, ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ইউরোপীয় তথ্যচিত্র এবং বার্লিনে সেরা তথ্যচিত্রের মতো অর্জন রয়েছে তাদের ঝুলিতে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
ইসরায়েলে ছুরি হামলায় নিহত ১, আহত ৩
ইসরায়েলের একটি বাস স্টেশনে ছুরি হামলায় একজন নিহত এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার উত্তর ইসরায়েলের হাইফা শহরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।খবর আল জাজিরার।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, “একজন সন্ত্রাসী একটি বাস থেকে নেমে একাধিক নাগরিককে ছুরিকাঘাত করে এবং পরে নিরাপত্তাকর্মী ও একজন সাধারণ নাগরিক তাকে ঘটনাস্থলেই হত্যা করে।”
আরো পড়ুন:
গাজায় ত্রাণ বন্ধ করলো ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুমোদন ইসরায়েলের
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ৭০ বছর বয়সী এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া ত্রিশোর্ধ এক পুরুষ ও নারী এবং ১৫ বছর বয়সী এক ছেলে গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ইসরায়েলের সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সদস্য ছিলেন, যিনি শফারাম শহরের বাসিন্দা এবং বিদেশে থাকার পর গত মে মাসে ইসরায়েলে ফিরে এসেছিলেন। আরব ভাষাভাষী দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের দ্বারা আক্রমণ বিরল। কারণ তারা সাধারণত ইসরায়েল রাষ্ট্রের প্রতি দৃঢ় আনুগত্য দেখিয়ে থাকে।
গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে ৪২ দিনের যুদ্ধবিরতি গত শনিবার শেষ হয়েছে। পূর্ব আলোচনা অনুযায়ী, প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপ বাস্তবায়ন হবার কথা ছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নবায়নের আলোচনা স্থগিত হওয়ার পর, এই ঘটনা ঘটলো।
রবিবার, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে হামাসের সঙ্গে মতবিরোধের পর ইসরায়েল গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে।
ঢাকা/ফিরোজ