তামিমদের বিপক্ষে ইফতির সেঞ্চুরিতে বড় সংগ্রহ গুলশানের
Published: 3rd, March 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ইফতেখার হোসেন ইফতি। তার অনবদ্য ব্যাটিংয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে গুলশান। শুরুতেই চাপে পড়ে দলটি। ৬.
দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ইফতি। শেষ পর্যন্ত ১১০ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৮ রান করে ৪৯তম ওভারের প্রথম বলে আবু হায়দার রনির শিকার হন তিনি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ নেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব, যা মোহামেডানের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য হতে পারে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল
এছাড়াও পড়ুন:
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।
রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি শুধু নারায়ণ চন্দ। এ মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় নারায়ণ চন্দ এবং তাঁর স্ত্রী রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রানী চন্দকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।