ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ইফতেখার হোসেন ইফতি। তার অনবদ্য ব্যাটিংয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে গুলশান ক্রিকেট ক্লাব।

আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে গুলশান। শুরুতেই চাপে পড়ে দলটি। ৬.

২ ওভারে মাত্র ৩৪ রানেই দুই ওপেনারকে হারায় তারা। গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১১ বলে ৪ রান করে ফিরেন, আর তিন নম্বরে নামা খালিদ হাসান করেন ৮ বলে ৮ রান। এমন বিপর্যয়ে দলকে টেনে তোলেন চতুর্থ ব্যাটার ইফতি। প্রথমে জাওয়াদ আবরারের সঙ্গে ৮৩ রানের মূল্যবান জুটি গড়েন তিনি। এরপর উইকেটরক্ষক ব্যাটার হাবিবুর শেখ মুন্নার সঙ্গে চতুর্থ উইকেটে ৯৪ রানের আরও একটি কার্যকর পার্টনারশিপ গড়েন।

দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ইফতি। শেষ পর্যন্ত ১১০ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৮ রান করে ৪৯তম ওভারের প্রথম বলে আবু হায়দার রনির শিকার হন তিনি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ নেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব, যা মোহামেডানের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য হতে পারে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল

এছাড়াও পড়ুন:

ভিডিও করার সময় পা ফসকে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ