অস্কারে ‘আনোরা’র বাজিমাত, আরও যাদের হাতে পুরস্কার উঠল
Published: 3rd, March 2025 GMT
জমকালো আয়োজনের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে বাজিমাত করেছে শন বেকার পরিচালিত ‘আনোরা’। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে এটি। একনজরে দেখে নেওয়া যাক এবারের অস্কার মাতিয়েছে যে ছবিগুলো—
সেরা ছবি
আনোরা
সেরা পরিচালক
শন বেকার, আনোরা
সেরা অভিনেত্রী
মাইকি ম্যাডিসন, আনোরা
সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি, দ্য ব্রুটালিস্ট
সেরা পার্শ্ব অভিনেত্রী
জো সালদানা, এমিলিয়া পেরেজ
সেরা পার্শ্ব অভিনেতা
কিরান কুলকিন, আ রিয়েল পেইন
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
আই অ্যাম স্টিল হিয়ার, ব্রাজিল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম
ফ্লো
সেরা মৌলিক চিত্রনাট্য
আনোরা, শন বেকার
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
কনক্লেভ, পিটার স্ট্রাগান
সেরা মৌলিক গান
এল মাল, এমিলিয়া পেরেজ
সেরা মৌলিক সুর
দ্য ব্রুটালিস্ট
সেরা তথ্যচিত্র ফিচার
নো আদার ল্যান্ড
সেরা কস্টিউম ডিজাইন
উইকেড
সেরা প্রোডাকশন ডিজাইন
উইকেড
সেরা আবহসংগীত
ডুন: পার্ট টু
সেরা এডিটিং
আনোরা
সেরা সিনেমাটোগ্রাফি
দ্য ব্রুটালিস্ট
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
ডুন: পার্ট টু
সেরা লাইভ-অ্যাকশন শর্ট
আই অ্যাম নট আ রোবট
সেরা অ্যানিমেটেড শর্ট
ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস
সেরা তথ্যচিত্র শর্ট
দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং
দ্য সাবস্ট্যান্স
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।
রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি শুধু নারায়ণ চন্দ। এ মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় নারায়ণ চন্দ এবং তাঁর স্ত্রী রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রানী চন্দকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।