জমকালো আয়োজনের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে বাজিমাত করেছে শন বেকার পরিচালিত ‘আনোরা’। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে এটি। একনজরে দেখে নেওয়া যাক এবারের অস্কার মাতিয়েছে যে ছবিগুলো—

সেরা ছবি
আনোরা

সেরা পরিচালক
শন বেকার, আনোরা

সেরা অভিনেত্রী
মাইকি ম্যাডিসন, আনোরা

সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি, দ্য ব্রুটালিস্ট

সেরা পার্শ্ব অভিনেত্রী
জো সালদানা, এমিলিয়া পেরেজ

সেরা পার্শ্ব অভিনেতা
কিরান কুলকিন, আ রিয়েল পেইন

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
আই অ্যাম স্টিল হিয়ার, ব্রাজিল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম
ফ্লো


সেরা মৌলিক চিত্রনাট্য
আনোরা, শন বেকার


সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
কনক্লেভ, পিটার স্ট্রাগান

সেরা মৌলিক গান
এল মাল, এমিলিয়া পেরেজ

সেরা মৌলিক সুর
দ্য ব্রুটালিস্ট

সেরা তথ্যচিত্র ফিচার
নো আদার ল্যান্ড

সেরা কস্টিউম ডিজাইন
উইকেড

সেরা প্রোডাকশন ডিজাইন
উইকেড

সেরা আবহসংগীত
ডুন: পার্ট টু

সেরা এডিটিং
আনোরা

সেরা সিনেমাটোগ্রাফি
দ্য ব্রুটালিস্ট

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
ডুন: পার্ট টু

সেরা লাইভ-অ্যাকশন শর্ট
আই অ্যাম নট আ রোবট

সেরা অ্যানিমেটেড শর্ট
ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস

সেরা তথ্যচিত্র শর্ট
দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং
দ্য সাবস্ট্যান্স

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জেনি আবারও বিলবোর্ডের তালিকায়

আবারও বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকায় জায়গা করে নিলেন ব্ল্যাকপিংক তারকা জেনি। তালিকায় ৯৬তম স্থানে রয়েছে তাঁর একক গান ‘লাইক জেনি’।

এর মধ্যে কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে গেয়েছেন জেনি। ফেস্টিভ্যাল থেকে ফিরেই সুখবরটি পেলেন তিনি।

জেনি

সম্পর্কিত নিবন্ধ