অস্কারে ‘আনোরা’র বাজিমাত, পুরস্কার উঠল যাদের হাতে
Published: 3rd, March 2025 GMT
জমকালো আয়োজনের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে বাজিমাত করেছে শন বেকার পরিচালিত ‘আনোরা’। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে এটি। একনজরে দেখে নেওয়া যাক এবারের অস্কার মাতিয়েছে যে ছবিগুলো—
সেরা ছবি
আনোরা
সেরা পরিচালক
শন বেকার, আনোরা
সেরা অভিনেত্রী
মাইকি ম্যাডিসন, আনোরা
সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি, দ্য ব্রুটালিস্ট
সেরা পার্শ্ব অভিনেত্রী
জো সালদানা, এমিলিয়া পেরেজ
সেরা পার্শ্ব অভিনেতা
কিরান কুলকিন, আ রিয়েল পেইন
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
আই অ্যাম স্টিল হিয়ার, ব্রাজিল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম
ফ্লো
সেরা মৌলিক চিত্রনাট্য
আনোরা, শন বেকার
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
কনক্লেভ, পিটার স্ট্রাগান
সেরা মৌলিক গান
এল মাল, এমিলিয়া পেরেজ
সেরা মৌলিক সুর
দ্য ব্রুটালিস্ট
সেরা তথ্যচিত্র ফিচার
নো আদার ল্যান্ড
সেরা কস্টিউম ডিজাইন
উইকেড
সেরা প্রোডাকশন ডিজাইন
উইকেড
সেরা আবহসংগীত
ডুন: পার্ট টু
সেরা এডিটিং
আনোরা
সেরা সিনেমাটোগ্রাফি
দ্য ব্রুটালিস্ট
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
ডুন: পার্ট টু
সেরা লাইভ-অ্যাকশন শর্ট
আই অ্যাম নট আ রোবট
সেরা অ্যানিমেটেড শর্ট
ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস
সেরা তথ্যচিত্র শর্ট
দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং
দ্য সাবস্ট্যান্স
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অপরাধীদের উৎসাহিত করবে: চারণ সাংস্কৃতিক কেন্দ্র
দুজন নারীর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একটি চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে মব তৈরি করে তাদের লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। এমন ঘটনা একটি ফৌজদারি অপরাধ। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে অপরাধীদের বিরুদ্ধে কোনো কথা নেই। এতে অপরাধীরা উৎসাহিত হবে।
রাজধানীর লালমাটিয়ায় নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
বিবৃতিতে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা ওপেন স্পেসে (উন্মুক্ত স্থানে) সিগারেট না খাওয়ার কথা বলেছেন। কিন্তু সিগারেট খাওয়া–সংক্রান্ত আইনে টংদোকান ওপেন স্পেসের (উন্মুক্ত স্থান) মধ্যে পড়ে না, তিনি হয়তো আইনটি পড়ে দেখেননি।’
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, একটি চিহ্নিত উগ্র সাম্প্রদায়িক নারীবিদ্বেষী গোষ্ঠী ক্রমাগত নারীদের ওপর নির্যাতন ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর কক্সবাজার সমুদ্রসৈকতে নারীদের নির্যাতন করতে দেখা গেছে। শুধু তা–ই নয়, এই গোষ্ঠী নারীদের খেলা বন্ধ করা, সাংস্কৃতিক আয়োজন বন্ধ করা, মাজারে আক্রমণসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকার এসব বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণে চরম ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন‘স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন’৫ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সরে যাওয়া উচিত বলে বিবৃতিতে বলা হয়েছে। পাশাপাশি নারী লাঞ্ছনাসহ সব মব সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন‘পাবলিক প্লেসে’ ধূমপান নারী–পুরুষ সবার জন্য অপরাধ: স্বরাষ্ট্র উপদেষ্টা০২ মার্চ ২০২৫