ভারতীয় টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২৪’ মৌসুমে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন দেয়াশিনী রায় ও অতনু মিশ্রা। রবিবার (২ মার্চ) রাতে অনুষ্ঠিত হয় এ আসরের গ্র্যান্ড ফিনালে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এ প্রতিযোগিতায় বড়দের মধ্যে প্রথম হয়েছেন দেয়াশিনী রায়। যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ময়ূরী দারানি ও সাই শাস্ত্রী। তৃতীয় হয়েছেন সত্যজিৎ দেব রায়। অন্যদিকে ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু মিশ্রা। দ্বিতীয় স্থানে আছে ঐশী চক্রবর্তী। তৃতীয় স্থানে রয়েছেন অনীক জানা, সৃজিতা চতুর্থ অবস্থানে হয়েছে।

ট্রফির পাশাপাশি সানরাইজের পক্ষ থেকে দেয়াশিনী পেয়েছেন পাঁচ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৯৪ হাজার টাকার বেশি) চেক, অতনু চক্রবর্তী পেয়েছে দুই লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭৮ হাজার টাকার বেশি) চেক। তা ছাড়াও দুই বিজয়ী যুগ্মভাবে পেয়েছেন শ্যাম স্টিলের পক্ষ ৫ লাখ রুপি, বার্জারের পক্ষ থেকে বাড়ি রং করার সুযোগসহ পিসি চন্দ্র জুয়েলার্সের সোনার গহনা এবং গ্যাসোফাস্টের পক্ষ থেকে ৫ লাখ রুপি।

আরো পড়ুন:

শ্রীময়ী আমাকে সংসারী করেছে: কাঞ্চন মল্লিক

শরীর থেকে যীশুর শেষ চিহ্ন মুছে ফেললেন নীলাঞ্জনা

আনমোল মারির দিয়েছে ৩ লাখ রুপি, শালিমার দিয়েছে ২ লাখ রুপি, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের ১ লাখ ৫০ হাজার রুপি, খুকুমণি আলতা সিঁদুরের পক্ষ থেকে দেওয়া হয়েছে ২ লাখ রুপি, মুখরোচকের দিয়েছে ৩ লাখ রুপি এবং গিফট হ্যাম্পার যা পেয়েছেন তা দুজনেই ভাগ করে নেবেন। গ্ল্যামার দুই বিজয়ীকে দিয়েছে ২০ হাজার রুপি করে। আর জুনিয়র চ্যাম্পিয়ন অর্থাৎ অতনু আশীর্বাদের পক্ষ থেকে ১ লাখ ৫০ হাজার রুপি পেয়েছে। বাকি খুদে ফাইনালিস্টরা ১ লাখ রুপি করে পেয়েছে।

এ প্রতিযোগতিার তিন ফার্স্ট রানার আপ ময়ূরী দারানি, সাই মিশ্রা এবং ঐশী আনমোলের পক্ষ থেকে ২ লাখ, শালিমারের পক্ষ থেকে ১ লাখ রুপি এবং গিফট হ্যাম্পার, আদি ঢাকেশ্বরী দিয়েছে ১ লাখ এবং খুকুমণি আলতা সিঁদুর দিয়েছে ১ লাখ রুপি করে। এছাড়া গ্ল্যামার সবাইকে দেবে ১০ হাজার রুপি।

সেকেন্ড রানার আপ নির্বাচিত হয়েছেন সত্যজিৎ ও অনীক। তারা  আনমোলের পক্ষ থেকে পেয়েছেন ১ লাখ, শালিমারের পক্ষ থেকে ১ লাখ রুপি এবং গিফট হ্যাম্পার। গ্ল্যামারের দিয়েছে ১০ হাজার রুপি করে। আর বাকি ফাইনালিস্টরা পাবেন গ্ল্যামারের পক্ষ থেকে ৫ হাজার রুপি করে।

অভিনেতা আবীর চ্যাটার্জি সঞ্চালিত ‘সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি ও হৈমন্তী শুক্লা। এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করেন— শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, জাভেদ আলী, জোজো মুখার্জি, কৌশিকী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব চ্যাটার্জি, ইমন চক্রবর্তী ছিলেন।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হয় ছ ন

এছাড়াও পড়ুন:

সরকার লক্ষ্যে স্থির থাকতে পারছে না: মোহাম্মদ জকারিয়া

নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকারিয়া বলেছেন, অনেকেই এখন গণ–অভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে। সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছে না। জাতীয় ঐকমত্য বজায় রাখতে এবি পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আজ সোমবার এবি পার্টির গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জকারিয়া এ কথা বলেন। রমজানের প্রথম দিন থেকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণ ইফতার কার্যক্রম শুরু হয়েছে।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাবের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ ইফতারে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, নেত্রকোনা জেলা এবি পার্টির সদস্যসচিব মাকসুদুল হাসান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ