চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরের কোতোয়ালি থানার জেল রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় শাহেদ হোসেন নামের ওই ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন পথচারীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ধারালো ছুরি নিয়ে ছিনতাইয়ের উদ্দেশে নগরের লালদিঘি এলাকার জেল রোডের মুখে অবস্থান করছিলেন শাহেদ হোসেন। আমানত শাহ মাজারসংলগ্ন এলাকায় তাঁর সঙ্গে ভবঘুরে ওই যুবকের বাগ্‌বিতণ্ডা হয়। দুজনের মধ্যে পরে ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে শাহেদ ওই ভবঘুরে যুবককে ছুরিকাঘাত করেন। পরে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা ধাওয়া দিয়ে শাহেদকে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করেন।

আহত অবস্থায় ভবঘুরে ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পথচারীদের মারধরে আহত ছিনতাইকারীকেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম আজ সকালে প্রথম আলোকে বলেন, নিহত যুবকের পরিচয় জানতে সিআইডি তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করেছে। তাঁকে কি ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করা হয়েছে, নাকি দুজনের মধ্যে অন্য কোনো বিষয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, আটক ছিনতাইকারী শাহেদ বর্তমানে কোতোয়ালি থানার হেফাজতে রয়েছেন। তাঁর বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চারুকলার ৯ শিক্ষার্থীর অনশন চলছে

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ৯ শিক্ষার্থীর অনশন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করছেন। অনশন করা শিক্ষার্থীরা জানিয়েছেন, চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া শেষ করে লিখিত সিদ্ধান্ত প্রশাসন না জানানো পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য, দুই সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয় রয়েছে। গতকাল সোমবার বেলা ৩টা ২০ মিনিটে ভবনটির সামনে অনশন শুরু করেন এসব শিক্ষার্থী। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের খন্দকার মাসরুল আল ফাহিম, চতুর্থ বর্ষের নূর ইকবাল, তৃতীয় বর্ষের মো. শাহরিয়ার হাসান; দ্বিতীয় বর্ষের ইসরাত জাহান, মালিহা চৌধুরী, ইসরাত জাহান, নুসরাত জাহান; প্রথম বর্ষের তরিকুল ইসলাম ও মাহমুদুল ইসলাম।

জানতে চাইলে সহ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি শিক্ষার্থীদের আলোচনার জন্য তাঁর কার্যালয়ে ডেকেছেন। আলোচনার মাধ্যমেই বিষয়টি সমাধান করতে চান। এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, তিনিসহ অনশন করা শিক্ষার্থীরা কোনো কার্যালয়ের পরিবর্তে, যেখানে কর্মসূচি চলছে, সেখানেই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চান। মৌখিক কোনো আশ্বাসের পরিবর্তে তাঁরা লিখিত আদেশ দাবি করেছেন। লিখিত আদেশ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ প্রথম আলোকে বলেন, চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার প্রায় সব ধাপ সম্পন্ন হয়েছে। শুধু সিন্ডিকেটের সিদ্ধান্ত বাকি রয়েছে। প্রশাসন থেকে শিক্ষার্থীদের কাছে ২৪ মে পর্যন্ত সময় চাওয়া হয়েছিল, তবে শিক্ষার্থীরা মানেননি। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন।

চতুর্থ দফায় আন্দোলনে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যাত্রা শুরু হয় ১৯৭০ সালে। বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন শিল্পী রশিদ চৌধুরী। ২০১০ সালের ২ আগস্ট নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে এক হয়ে গঠিত হয় চারুকলা ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের অবস্থান বিশ্ববিদ্যালয় থেকে ২২ কিলোমিটার দূরে নগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে। বর্তমানে ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০।

শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ার পরিপ্রেক্ষিতে ১১ দফা দাবিতে ২০২২ সালের নভেম্বরে ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর পর থেকে তাঁদের ক্লাস বর্জন অব্যাহত থাকে। পাশাপাশি তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে ইনস্টিটিউট নগর থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে তাঁরা এক দফা দাবি দেন। প্রশাসন দাবি না মানায় ওই বছরের ১৬ নভেম্বর ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

পরে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দিয়ে শর্ত সাপেক্ষে ২০২৩ সালের ২৩ জানুয়ারি ক্লাসে ফিরেছিলেন শিক্ষার্থীরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় ৩১ জানুয়ারি থেকে তাঁরা আবারও অবরোধ কর্মসূচি শুরু করেন। একই দিন শিক্ষার্থীদের একটি পক্ষ ক্লাসে ফেরার দাবি জানায়। এ অবস্থায় ১ ফেব্রুয়ারি রাতে চারুকলায় ইনস্টিটিউটের হোস্টেলে তল্লাশি চালায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি। ২ ফেব্রুয়ারি চারুকলায় সশরীর শ্রেণি কার্যক্রম এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের চারুকলা ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ভবন সংস্কারের কথা বলে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। পরে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসেই বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকেন। তবে ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের এই কর্মসূচিতে হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এরপরও শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলন করতে থাকেন। তবে একপর্যায়ে সেশনজট কমাতে ওই বছরের ৩ মে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। সরকার পতনের পর গত বছরের ডিসেম্বরে আবারও একই দাবিতে আন্দোলনে নামেন চারুকলার শিক্ষার্থীরা। পরে সহ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান চলতি বছরের এপ্রিলের আগে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের আশ্বাস দিয়েছিলেন। বেঁধে দেওয়া এ সময়ের মধ্যে চারুকলা মূল ক্যাম্পাসে না আসায় গতকাল আবার আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

সম্পর্কিত নিবন্ধ

  • মায়ের সেবাযত্ন না করায় স্ত্রীকে হত্যার পর লাশ ফেলেন সেপটিক ট্যাংকে
  • বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে এসেছ, এলাকার কলেজে পড়লেই তো পারতে: শিক্ষার্থীকে রেজিস্ট্রার
  • জাহিদুল হত্যাকাণ্ডের সময় উপস্থিত দুই নারীর অবস্থান জানতে চান আদালত
  • টিকটকে বিরোধ: যশোর থেকে কালীগঞ্জে গিয়ে ২ কিশোরকে ছুরিকাঘাত 
  • জামালপুরে ভয় দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ
  • সিরাজগঞ্জে স্ত্রীর কথিত প্রেমিককে ফাঁসাতে বন্ধুকে হত্যা করেন স্বামী
  • চারুকলার ৯ শিক্ষার্থীর অনশন চলছে