বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কিশোরগঞ্জের একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২ মার্চ) পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ (৫২) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর রাজকুন্তি গ্রামের জিয়া উদ্দিন (৪৮)।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বগুড়ায় র‌্যাব প‌রিচয়ে শিক্ষার্থী‌কে অপহরণ, গ্রেপ্তার এক

পটুয়াখালীতে ইয়াবা ও ১৬ মাদক পারচারকারী আটক

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় মামলা হয়।

অপরদিকে, দুুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়া উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের ৭ সেপ্টেম্বর সদর থানায় মামলা হয়।

ঢাকা/রুমন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ক শ রগঞ জ উপজ ল র

এছাড়াও পড়ুন:

হকি দলের নেতৃত্বে মিমো

১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ হকি। এই প্রতিযোগিতা এশিয়া কাপের বাছাইপর্বও। এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে রোববার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

যে দলের অধিনায়ক করা হয়েছে পুস্কর ক্ষিসা মিমোকে। মূল স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা হয়েছে ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিনের। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ছয় খেলোয়াড়কে।

নানান কারণে এবারের হকি দল ছিল আলোচনায়। জাতীয় দল চূড়ান্ত হয়েছে কয়েক ধাপে। মওলানা ভাসানী স্টেডিয়ামে কয়েক দিন ক্যাম্প করার পর ৫ মার্চ ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। সেটা কমিয়ে ২৪ জনে আনা হয়। এরপর রোববার চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন কোচ আ ন ম মামুন উর রশিদ।

বাংলাদেশ দল: হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।

সম্পর্কিত নিবন্ধ