বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কমিউনিটি ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুনবিডার সংশোধিত নিয়োগে পদ বেড়ে ১০৮, আবেদন শুরু ৪ মার্চ২ ঘণ্টা আগে

আবেদনের যোগ্যতা: কমিউনিটি ফ্যাসিলিটেটর পদে আবেদনকারী প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছর, ৩১/১/২০২৫ সালে। অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। শহরের শ্রমজীবী/শ্রমিক পথশিশুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল (বাংলা ও ইংরেজি) ফরম্যাট জানা।
কর্মস্থল: কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক অফিসের আওতাধীন শহরের সিটি করপোরেশন এলাকা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: ১৯,০০০ টাকা (মাসিক)। বছরে মাসিক বেতনের অর্ধেক দুটি বোনাস।
কমিউনিটি ফ্যাসিলিটেটর পদের উল্লেখযোগ্য দায়িত্বের মধ্য আছে—শহরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সঙ্গে যুক্ত শিশুর পরিবার পরিদর্শন ও তালিকা প্রস্তুত করা; শিশুশ্রমিকদের প্রাতিষ্ঠানিক ও ভোকেশনাল শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও বিভিন্ন ডেটা সংগ্রহ ও তা যথাযথভাবে সংরক্ষণ করা ইত্যাদি।

আরও পড়ুনআজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে০২ মার্চ ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, সংশোধিত পদ ৭৫১০১ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের নেতৃত্বে কে?

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে বিদায় ঘন্টা বেজে গিয়েছে ইংল্যান্ডের। তুমুল সমালোচনার মুখে পড়েন থ্রি-লায়ন্স কাপ্তান জস বাটলার। ইংলিশদের সাদা বলে টানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৫) অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন বাটলার। বাটলার যেহেতু নেতৃত্ব থেকে সরেই দাঁড়ালেন, তাহলে শনিবার (১ মার্চ, ২০২৫) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসরের শেষ ম্যাচের দায়িত্বে কে থাকবেন?

শুক্রবার ইংল্যান্ড দলের সংবাদ সম্মেলনে বাটলার উপস্থিত হন কোচ ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে। মিডিয়া ম্যানেজার আগেই জানিয়ে দিলেন মাত্র তিনেক প্রশ্নের উত্তর দেবেন বাটলার। কথা অনুযায়ী, নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর তিন প্রশ্নের উত্তর দিয়ে রুম থেকে চলে যান বাটলার। চ্যাম্পিয়নস ট্রফিতে প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচে নেতৃত্বে কে থাকবেন সেই প্রশ্নটাই নিলেন না উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে।

সেই উত্তর জানাতে হলো ইংলিশদের কিউই কোচকে। সংবাদ সম্মেলনে কোচ ম্যাককালাম বলেন, “জস (বাটলার) এই ম্যাচেও নেতৃত্ব দেবে। অধিনায়ক হিসেবে এটিই হবে তার শেষ ম্যাচ। আশা করি, ছেলেরা ভালোভাবে নিজেদের মেলে ধরে তাকে ভালোভাবেই বিদায় জানাবে।”

আরো পড়ুন:

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলেরন শান্ত-মুশফিকরা

চ্যাম্পিয়নস ট্রফিতে বিনা খরচে ইফতার পাবে দর্শকরা 

বাটলারের নেতৃত্বে এখনও পর্যন্ত ইংল্যান্ড ৪৪টি একদিনের ম্যাচ খেলে ১৮টি জিতেছে, ২৫টি হেরেছে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সাদা বলের পারফরম্যান্স তো আরও বাজে। ইংলিশরা শেষ ২১টি ওয়ানডে ম্যাচের ১৫টিতে হেরেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হার তাদেরকে ছিটকে দেয় আসর থেকে। তার আগে ভারতের কাছে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটোয়াশ হয় বাটলারের দল।

মূলত ২০২২ এর জুন মাসে ইয়ন মরগানের অবসরের পর ইংল্যান্ডকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার জন্য বাটলারকে অধিনায়ক করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সে বছর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেন বাটলার।

বাটলারের নেতৃত্বে পাশাপাশি ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন তিনি। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ২৬টি ম্যাচ, হেরেছে ২২টি ম্যাচ এবং তিনটির ফলাফল হয়নি।

বাটলারের অধিনায়কত্বে পরপর তিনটি বড় টুর্নামেন্টে ব্যর্থ হলো ইংল্যান্ড। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার নিজেও ফর্মে নেই। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে বাটলার বলেছেন, “সরে যাওয়ার জন্য এটাই আমার এবং দলের জন্য সেরা সময়।”

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ
  • মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ
  • মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
  • আজ টিভিতে যা দেখবেন (৩ মার্চ ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (২ মার্চ ২০২৫)
  • ট্রিপ অ্যাডভাইজারের দৃষ্টিতে, ২০২৫ সালে বিশ্বের সেরা যে ১০ সমুদ্রসৈকত
  • জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন ক্যালিওগ্রাফি শিল্পীরাও
  • ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া ‘লা রিভ’র ঈদ কালেকশন 
  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের নেতৃত্বে কে?