সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এমডি ও সিইও হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির । ০২ মার্চ তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।
এসকেএস
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাটন শহরে অবস্থিত ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উৎযাপিত হয়েছে। গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন সেন্টারে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উৎযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির (বিএসএ-এফএইউ) ব্যানারে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানটি নতুন ও পুরোনো বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ামির পররাষ্ট্র বিভাগের কনস্যুলার জেনারেল সেহেলি সাবরিন। ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উৎযাপন অনুষ্ঠানে ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসান মাহফুজ, অধ্যাপক খালেদ সোবহান, সহকারী অধ্যাপক আবুবকর সিদ্দিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। এরপর আমন্ত্রিত সব অতিথিদের উপস্থিতিতে স্প্রিং ২০২৫ শিক্ষাবর্ষে আগত নবীন শিক্ষার্থীদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া ও স্বাগত উপহার প্রদান করা হয়। এ ছাড়া ফল ২০২৪ এবং স্প্রিং ২০২৫ সেশনে মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির
(বিএসএ-এফএইউ) বিদায়ী উপদেষ্টা অধ্যাপক হাসান মাহফুজ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন উপদেষ্টা হিসেবে অধ্যাপক খালেদ সোবহান, সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী মো. নিয়ামত আলী, সহসভাপতি মো. আহনাফ আকিফ, কোষাধ্যক্ষ মোহাম্মাদ খান এবং কমিউনিকেশন অফিসার হিসেবে ফাহমিদা জারিনের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার দিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। খাবারের পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় বাংলা কবিতা, সংগীত, মঞ্চনাটকসহ দেশি বিনোদন উপভোগ করেন উপস্থিত দর্শকরা। v